জ্যাকলিনের কোমরে কৃপান, ক্ষোভ প্রকাশ শিখ সম্প্রদ্বায়ের

Last Updated:

‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্ক চলছে ৷ সিবিএফিস-র হাত থেকে ছাড়া পেয়ে, আপাতত ইন্টারনেটে গোটা ছবি ফাঁস হওয়া নিয়ে নতুন বিতর্ক উঠেছে এই ছবি নিয়ে ৷

#মুম্বই: ‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্ক চলছে ৷ সিবিএফিস-র হাত থেকে ছাড়া পেয়ে, আপাতত ইন্টারনেটে গোটা ছবি ফাঁস হওয়া নিয়ে নতুন বিতর্ক উঠেছে এই ছবি নিয়ে ৷ শুধু তাই নয়, ছবির সার্টিফিকেশনে নাকি স্পষ্টই লেখা রয়েছে এই ছবি মুম্বই হাইকোর্ট ছাড়পত্র দিয়েছে ৷ পহেলাজ নিহালনি-র এই পদক্ষেপ নিয়ে ফের আর একটি বিতর্ক জুড়েছে ‘উড়তা পঞ্জাব’-এর পাখনায় ৷
তবে এই বিতর্ক শেষ হতে না হতেই অন্য এক ছবির গান নিয়ে ফের বিতর্ক উঠল বলিউডে ৷ তবে এবার গোটা ছবি নয়, ছবির একটা গান নিয়েই সিবিএফসি চেয়ারম্যান পহেলাজ নিহালনির কাছে চিঠি পাঠালেন দিল্লি শিখ গুরদুয়ারা ম্যানেজমেন্ট ৷
ছবির নাম ‘ঢিশুম’ ! ছবিতে অভিনয় করছেন জন আব্রাহম, জ্যাকলিন ও বরুণ ধাওয়ান ৷ আর এই ছবির একটি গানেই আপত্তি তুলেছে দিল্লির শিখ সম্প্রদ্বায় ৷ দিল্লি গুরদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি-র পহেলাজ নিহালনিকে চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন, ‘ঢিশুম’ ছবির একটি গানে নায়িকা জ্যাকলিনকে কোমরে কৃপান পরে নাচতে দেখা গিয়েছে ৷ এই ধরণের আচরণ, শিখ সম্প্রদ্বায়ের ভাবাবেগকে ক্ষুন্ন করে ৷ তাই অনুরোধ এই গান ছবি থেকে বাতিল করা হোক !
advertisement
advertisement
‘ঢিশুম’-এর ‘সও তরহা কি’ আইটেম নম্বরে জ্যাকলিনকে দেখা গিয়েছে কোমরে কৃপান ঝুলিয়ে নাচ করতে ৷ সঙ্গে তাঁর হাতে বন্দুক ৷ এই গানটিকেই আপত্তিজনক বলে মনে করছে দিল্লির শিখ সম্প্রদ্বায় ৷ এই গানিটি আপাতত মুক্তি পেয়েছে ইউটিউবে ৷ ইতিমধ্যে লাইকের সংখ্যাও প্রচুর ৷ দিল্লির গুরদুয়ারা কমিটি মনে করছে, এই ধরণের আচরণ শিখ ধর্মকে অপমান করছে ৷ এই ধরণের আচরণ সিনেমায় করা উচিত নয় ৷
advertisement
তবে এব্যাপারে আপাতত, কোনও ধরণের মন্তব্য করতে চাননি ৷ মন্তব্য করতে চাননি সিবিএফসি চেয়ারম্যান পহেলাজ নিহালনিও ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
জ্যাকলিনের কোমরে কৃপান, ক্ষোভ প্রকাশ শিখ সম্প্রদ্বায়ের
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement