মুম্বইয়ের রাস্তায় এই বলি তারকার বিএমডব্লিউ গুড়িয়ে দিল ৩টি গাড়ি
Last Updated:
#মুম্বই: ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন টেলি তারকা সিদ্ধার্থ শুক্লার গাড়ি ৷ অল্পের জন্য রেহাই পেলেও গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল শনিবার সন্ধে ছ’টা নাগাদ মুম্বইয়ের ওয়াশিয়ারায় নিজের বিএমডব্লিউ এক্স৫ স্পোর্টস গাড়িটি চালাচ্ছিলেন সিদ্ধার্থ শুক্লা নিজেই ৷ সেই সময় বেসামাল হয়ে পড়েন অভিনেতা ৷ এবং পর পর তিনটি গাড়িতে ধাক্কা মারে তাঁর বিএমডব্লিউ ৷ এরপরই রাস্তার পাশে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা মারে গাড়িটি ৷ এই ঘটনার জেরে তাঁর দামী গাড়িটির সামনের অংশ এক্কেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ গাড়িটির পেছনের কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ একই সঙ্গে অভিনেতার গাড়ির ধাক্কায় আহত হয়েছন তিনজন ৷ গোরেগাঁওয়ের ‘সিদ্ধার্থ হাসপাতাল’এ আহতদের নিয়ে যাওয়া হয়েছে ৷ আহত হয়েছেন সিদ্ধার্থও ৷ বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই মুহূর্তে তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷
advertisement
advertisement
সিদ্ধার্থ শুক্লা ৷ ছবি: ফেসবুক ৷
সিদ্ধার্থ ‘বালিকা বধূ’, ‘খতরো কে খিলাড়ি’ মতো জনপ্রিয় শোগুলিতে কাজ করেছেন ৷ এছাড়া ‘হাম্পি শর্মা কি দুলহনিয়া’এবং ‘সুরমা’তেও দেখা গিয়েছ এই অভিনেতা ৷ টেলি জগতের এক পরিচিত মুখ সিদ্ধার্থ ৷
Location :
First Published :
July 22, 2018 8:51 AM IST