নতুন বছর উদযাপন করতে মলদ্বীপ পাড়ি দিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি!

Last Updated:

এক সময়ে ইতিহাসে একটি প্রবাদ প্রচলিত ছিল- অল রোডস লিড টু রোম! অর্থাৎ সব গন্তব্যেরই শেষ ঠিকানা রোম! বলিউড তারকাদের রাস্তা অবশ্য রোমে না গিয়ে মলদ্বীপে গিয়ে পৌঁছে যাচ্ছে হালফিলে।

#মুম্বই: এক সময়ে ইতিহাসে একটি প্রবাদ প্রচলিত ছিল- অল রোডস লিড টু রোম! অর্থাৎ সব গন্তব্যেরই শেষ ঠিকানা রোম! বলিউড তারকাদের রাস্তা অবশ্য রোমে না গিয়ে মলদ্বীপে গিয়ে পৌঁছে যাচ্ছে হালফিলে। জন্মদিন পালন হোক, বিবাহবার্ষিকী পালন হোক, তাঁরা যাচ্ছেন মলদ্বীপে। কাজ করে করে খুব ক্লান্ত লাগলেও ঠিকানা ওই মলদ্বীপ। এমনকি সকালবেলা ঘুম থেকে উঠে দুম করে মন খারাপ হয়ে গেলেও সেই মলদ্বীপ বাদে আর গন্তব্য খুঁজে পাচ্ছেন না যেন তাঁরা! আজ বাদে কাল নতুন বছর শুরু হচ্ছে। তা হলে এখনই বা মলদ্বীপ বাদ যায় কেন? সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) আর তাঁর গার্লফ্রেন্ড কিয়ারা আদবানি (Kiara Advani) তাই চললেন মলদ্বীপ। ওখানে গিয়েই উদযাপন করবেন নতুন বছর। এমনিতে তো মুম্বই সরকার বলেছেন চারজনের বেশি জমায়েত হলেই সেটা আইন বিরুদ্ধ হবে। তাই এখানে মন খুলে পার্টি করার কোনও চান্সই নেই!
advertisement
advertisement
আর এই প্রসঙ্গেই অবশেষে ভালোবাসার সম্পর্ক নিয়ে রাখঢাক মিটিয়ে ফেললেন তাঁরা! আসলে কিয়ারা আর সিদ্ধার্থ তো মুখে জবরদস্ত কুলুপ এঁটে বসে আছেন। মিডিয়ার সামনে এ নিয়ে কোনও কথাই বলেন না। অথচ রণে, বনে, জলে, জঙ্গলে সব জায়গায় তাঁরা একসঙ্গে হাতে হাত ধরে ঘোরেন। এই বছরের গোড়াতেও তাঁরা একসঙ্গে আফ্রিকান সাফারি করতে গিয়েছিলেন। তার পর কিয়ারার ইনস্টাগ্রামে (Instagram) দেখা গেল আফ্রিকার ছবি, সিদ্ধার্থও নিজের মতো কিছু ছবি পোস্ট করলেন নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে! এ দিকে সাংবাদিকরা সেটা নিয়ে প্রশ্ন করলেই চুপ করে যান দু'জনে! আশা করা যায়, এ বার হয় তো ফিরে এসে মুখ খুলবেন তাঁরা! ভিডিওয় দেখা যাচ্ছে যে একই গাড়ি থেকে নেমেছেন দু'জনে, হয় তো এটাই তাঁদের সম্পর্কের বয়ানে সিলমোহর!
advertisement
ছুটির মতো কেরিয়ারের কিছু মুহূর্তও একসঙ্গে কাটাচ্ছেন কিয়ারা আর সিদ্ধার্থ। বিষ্ণুবর্ধনের শেরশাহ (Shershaah) ছবিতে একসঙ্গে কাজ করছেন তাঁরা। কার্গিল যুদ্ধে আত্মবলিদান দেওয়া ক্যাপ্টেন বিক্রম বাত্রার (Vikram Batra) চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। আর তাঁরই বাগদত্তা ডিম্পল চিমার ভূমিকায় আছেন কিয়ারা।
কবীর সিং করার পর থেকেই কিয়ারার কেরিয়ারের পালে হাওয়া লেগেছে। হাত ভর্তি ছবি আর ব্র্যান্ড এনডোর্সমেন্ট নিয়ে দিব্যি ২০২০ পার করে দিলেন। সিদ্ধার্থ এখনও লড়ছেন, দেখা যাক আগামী বছর তাঁর কেমন কাটে! তবে দু'জনের জুটি বেশ শক্তপোক্ত, এটা মানতেই হবে!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নতুন বছর উদযাপন করতে মলদ্বীপ পাড়ি দিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি!
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement