'চাকরানির মতো লাগছে।' মেক-আপ রুমে মাম্পিকে চড় নোয়ার ! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
রুকমা বলছেন শ্রুতিকে, 'হ্যাঁ, মেক-আপ তোলার পর চাকরানির মতো দেখতে লাগে'। ব্যস এই কথা শুনেই চড় কষালেন শ্রুতি দাস।
#কলকাতা: শ্রুতি দাস টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। টেলিভিশনে শ্রতিকে প্রথম অভিনয় করতে দেখা যায় 'ত্রিনয়নী' ধারাবাহিকে। এর পর শ্রুতি অভিনয় করছেন 'দেশের মাটি' ধারাবাহিকে নোয়ার চরিত্রে। ইতিমধ্যেই নোয়া ও কিয়ানের জুটি বেশ জনপ্রিয়। তবে শুধু নোয়া কিয়ান নয়, এই ধারাবাহিকের রাজা এবং মাম্পিও বেশ জনপ্রিয়। রাজার চরিত্রে অভিনয় করছেন রাহুল। এবং মাম্পির চরিত্রে অভিনয় করছেন রুকমা রায়। রুকমা এর আগে 'কিরণমালা' ধারাবাহিকে অভিনয় করেছেন। 'খড়কুটো' সিরিয়ালেও কাজ করছেন রুকমা।
দেশের মাটি-তে এখন দেখানো হচ্ছে রাজার বিয়ে। রাজার বিয়ে তো হচ্ছে কিন্তু পাত্রী মাম্পি নয়। অন্য পাত্রীর সঙ্গে রাজার বিয়ের কথা চললেও, বোঝাই যাচ্ছে বিয়েটা আসলে মাম্পির সঙ্গেই হবেই। কারণ মাম্পি রাজা একে অপরকে ভালোবাসে। রাজাকে মিথ্যে চক্রান্তে ফাঁসানো হচ্ছে। এসব কিছু নিয়ে বেশ জমজমাট 'দেশের মাটি' ধারাবাহিক।
advertisement
advertisement
এদিকে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টগ্রামে বেশ অ্যাক্টিভ শ্রুতি দাস। রুকমাও অনেক কিছুই শেয়ার করেন ইনস্টাতে। তবে শ্রুতির শেয়ার করা প্রায় সব ভিডিয়োই মুহূর্তে ভাইরাল হয়। রুকমা এবং শ্রুতি খুব ভালো বন্ধু। কিন্তু একি শেষে কিনা রুকমাকেই সবার সামনে চড় মারলেন শ্রুতি? এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়। তবে ভিডিওটি মজা করে বানানো হয়েছে। সেখানে শ্রুতি বলছেন , 'মেয়েরা এমনিই রানির মতো লাগে'। আর রুকমা বলছেন, 'হ্যাঁ, আর মেক-আপ তোলার পর নকরানি লাগে'। ব্যস এই কথা শুনেই চড় কষালেন শ্রুতি দাস। যদিও পুরো ভিডিওটাই একটা মজার রিল ভিডিও। যা এখন ভাইরাল। মাঝে মধ্যেই মেক-আপ রুম থেকে এমন মজার ভিডিও শেয়ার করেন নোয়া ও মাম্পি। পর্দার মতোই বাস্তবেও খুনসুটিতে ভরা এই দুইয়ের জুটি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2021 6:28 PM IST