তিনি নাকি আর ‘দেশের মাটি’-র নায়িকা নন, ট্রোলারদের এই কটূক্তির যোগ্য জবাব ফেসবুকে দিলেন শ্রুতি

Last Updated:

পরিস্থিতিতে নেটমাধ্যমের একাংশে দাবি উঠেছে, রাজা- মাম্পিকেই ধরাবাহিকের মূল জুটি করা হোক ৷ নোয়া-কিয়ানকে অসহ্য লাগছে, সেকথাও জানাতে দ্বিধা করেননি অনেকেই ৷

কলকাতা: সামাজিক মাধ্যমের দৌলতে তারকারা এখন সাধারণ মানুষের অনেক কাছাকাছি ৷ যোগাযোগ সহলজলভ্য হওয়ার ফলে স্তুতি ও নিন্দা, দুই-ই আসে সরাসরি ৷ ট্রোলড হওয়া এখন কার্যত তারকাজীবনের অঙ্গ হয়ে গিয়েছে ৷ সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন শ্রুতি দাস ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকের নায়িকাকে নেটমাধ্যমে কটূক্তির শিকার হতে হয়েছে ৷
টানাপড়েনের সূত্রপাত ধারাবাহিকের পটভূমি ঘিরে ৷ লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে প্রথম থেকে আলো ছিল  নোয়া কিয়ান জুটির উপর ৷ নোয়ার চরিত্রে অভিনয় করছেন শ্রুতি ৷ কিয়ানের ভূমিকায় আছেন দিব্যজ্যোতি দত্ত ৷ পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের এই ধারাবাহিক শুরু হওার পর থেকে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে নোয়া-কিয়ান জুটি ৷
advertisement
কিন্তু গল্পের মোড় ঘুরে যায় কিছু মাস পরেই ৷ স্পটলাইটে উদ্ভাসিত হয়ে ওঠেন রাজা ও মাম্পি ৷ দর্শকদের বক্তব্য, এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হয়ে শ্রুতি নিভৃতবাসে যাওয়ার পরই ধারাবাহিকের পটভূমিতে এই পরিবর্তন আসে ৷ রাজার ভূমিকায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও  মাম্পিবেশী রুকমার অফস্ক্রিন প্রেম নিয়েও এখন চর্চা তুঙ্গে ৷ যদিও দুই কুশীলবের দাবি, তাঁরা শুধুই ভাল বন্ধু ৷ সংবাদমাধ্যমে রাহুল বলেছেন, রুমকমা তাঁর থেকে বয়সে অনেক ছোট ৷ তিনি রুকমাকে খুব ভালবাসেন ৷ কিন্তু সেটা প্রেমের সম্পর্ক নয় ৷
advertisement
advertisement
সবমিলিয়ে, এই পরিস্থিতিতে নেটমাধ্যমের একাংশে দাবি উঠেছে, রাজা- মাম্পিকেই ধরাবাহিকের মূল জুটি করা হোক ৷ নোয়া-কিয়ানকে অসহ্য লাগছে, সেকথাও জানাতে দ্বিধা করেননি অনেকেই ৷
এর পরই নিজের ফেসবুকে সপাট উত্তর দেন শ্রুতি ৷ তাঁর কথায়, ‘দেশের মাটি’ তথাকাথিত নায়ক নায়িকা ভিত্তিক ধারাবাহিক নয় ৷ এখানে প্রতিটি চরিত্রই নায়ক বা নায়িকা ৷ অভিনেত্রীর দাবি, ‘দেশের মাটি’-তে তিনি আর দিব্যজ্যোতি নায়ক নায়িকা থাকছেন না, এ কথা বলে তাঁর মনোবল ভাঙানো যাবে না ৷ লিখেছেন, ‘ রোজ রোজ এর মানুষের মৃত্যুগুলো আমার মনোবল ভেঙে দিচ্ছে ৷ ’ ট্রোলারদের প্রতি তাঁর আবেদন, মানসিক দিক থেকে উপযুক্ত মানুষ হয়ে ওঠার জন্য ৷ শারীরিক ভাবে এই ট্রোলাররা পশুদের মতো অবলা হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি ৷
advertisement
শ্রুতি দাসের ফেসবুক থেকে
শ্রুতি দাসের ফেসবুক থেকে
তাঁর এই পোস্টে অনেক অনুরাগীই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন ৷ বলেছেন, তিনি যোগ্য জবাব দিয়েছেন ৷ কিন্তু এর পরেও ট্রোলিং বন্ধ হয়নি ৷ কমেন্ট বক্সে ভেসে এসেছে বিষোদগার ৷ এমনকি, পোস্টের কমেন্টে রীতিমতো তর্কাতর্কিও হয়েছে দু’ পক্ষের ৷ তাঁর ভক্তদের দাবি, শ্রুতির মতো নায়িকা বাংলা ধারাবাহিকে আর নেই ৷ সমালোচকদের বক্তব্য, রাজা-মাম্পির জুটিই বেশি আকর্ষণীয় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
তিনি নাকি আর ‘দেশের মাটি’-র নায়িকা নন, ট্রোলারদের এই কটূক্তির যোগ্য জবাব ফেসবুকে দিলেন শ্রুতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement