সৃজিতের নতুন ছবি ঘিরে ভ্রান্তিবিলাস! ‘আমি সেই শ্রুতি দাস নই’, পোস্ট ‘দেশের মাটি’-র নোয়ার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
নামের ভ্রান্তিবিলাসে শ্রুতি দাস (Shruti Das) ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকের নোয়া আপাতত বলতে চাইছেন, এ শ্রুতি সে শ্রুতি নয় ৷
কলকাতা : নামের ভ্রান্তিবিলাসে শ্রুতি দাস (Shruti Das) ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকের নোয়া আপাতত বলতে চাইছেন, এ শ্রুতি সে শ্রুতি নয় ৷
বিভ্রান্তির সূত্রপাত সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি নিয়ে ৷ মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিতু’-র পাশাপাশি পরিচালক এ বার উপহার দেবেন প্রেমের ছবি ৷ নতুন প্রজন্মের সেই প্রেম আখ্যানের নাম ‘এক্স প্রেম’ ৷ পোস্টারে লেখা হচ্ছে ‘এক্স=প্রেম৷’ এসভিএফ-এর প্রযোজনায় ছবির শ্যুটিং শুরু হবে আগামী ২ জুলাই থেকে ৷
সৃজিত এই ছবি নিয়ে এখনও কিছু সামাজিক মাধ্যমে শেয়ার করেননি ৷ তবে অর্জুন চক্রবর্তী করেছেন ৷ এই প্রথম সৃজিতের ছবিতে অভিনয় করবেন সব্যসাচী-তনয় ৷ স্বভাবতই উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ৷ নতুন ছবির খবর তিনি শেয়ার করেছেন ফেসবুক ও ইনস্টাগ্রামে ৷
advertisement
advertisement
সৃজিতের পরিচালনায় আসন্ন এক্স প্রেম-এর খবর শেয়ার করেছে প্রযোজক সংস্থাও ৷ যেখানেই শেয়ার করা হয়েছে, ট্যাগ করা হয়েছে ছবির কুশীলবদের ৷ সেখানেই এসেছে শ্রুতি দাসের উল্লেখ ৷ এখানেই শুরু ভ্রান্তিবিলাস ৷
সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট দেখে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা আসছে ‘দেশের মাটি’-র নোয়ার কাছে৷ ঘটনাচক্রে তিনিও শ্রুতি দাস ৷ শেষ অবধি বাধ্য হয়ে তিনি ফেসবুকে জানিয়েছেন, তিনি সৃজিতের আসন্ন ছবি ‘এক্স প্রেম’-এ অভিনয় করছেন না ৷ তাই তাঁর কাছে অভিনন্দন বার্তা পাঠানোর প্রয়োজন নেই ৷ তিনি যে এই শ্রুতি নন, তার জন্য দুঃখও পেয়েছেন নোয়া ৷
advertisement
আসলে সৃজিতের ছবিতে যে শ্রুতি অভিনয় করবেন, তিনি নবাগতা ৷ এই ছবি দিয়েই তাঁর যাত্রা শুরু হবে ৷ তাঁর বিপরীতে অনিন্দ্য সেনগুপ্তরও এটা প্রথম কাজ হতে চলেছে ৷ ছবিতে তাঁর চরিত্রের নাম খিলাৎ বন্দ্যোপাধ্যায় ৷ শ্রুতির নাম, জয়িতা চৌধুরী ৷ এই যুগলের সঙ্গে ছবিতে থাকবে আরও এক প্রণয়ী জুটি ৷ সেই দুই ভূমিকায় আছেন অর্জুন চক্রবর্তী এবং মধুরিমা বসাক ৷
advertisement
চার তরুণ তুর্কির মাধ্যমে প্রেমের গল্প বলবেন ‘জাতিস্মর’, ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’ ‘রাজকাহিনীর’-র পরিচালক ৷ সৃজিত রহস্য থেকে প্রণয়ে পা রাখলেও সমনামীর দৌলতে শুভেচ্ছাবার্তা পৌঁছল আর এক শ্রুতি দাসের কাছে ৷
Location :
First Published :
June 25, 2021 5:41 PM IST