সৃজিতের নতুন ছবি ঘিরে ভ্রান্তিবিলাস! ‘আমি সেই শ্রুতি দাস নই’, পোস্ট ‘দেশের মাটি’-র নোয়ার

Last Updated:

নামের ভ্রান্তিবিলাসে শ্রুতি দাস (Shruti Das) ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকের নোয়া আপাতত বলতে চাইছেন, এ শ্রুতি সে শ্রুতি নয় ৷

কলকাতা : নামের ভ্রান্তিবিলাসে শ্রুতি দাস (Shruti Das)  ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকের নোয়া আপাতত বলতে চাইছেন, এ শ্রুতি সে শ্রুতি নয় ৷
বিভ্রান্তির সূত্রপাত সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি নিয়ে ৷ মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিতু’-র পাশাপাশি পরিচালক এ বার উপহার দেবেন প্রেমের ছবি ৷ নতুন প্রজন্মের সেই প্রেম আখ্যানের নাম ‘এক্স প্রেম’ ৷ পোস্টারে লেখা হচ্ছে ‘এক্স=প্রেম৷’ এসভিএফ-এর প্রযোজনায় ছবির শ্যুটিং শুরু হবে আগামী ২ জুলাই থেকে ৷
সৃজিত এই ছবি নিয়ে এখনও কিছু সামাজিক মাধ্যমে শেয়ার করেননি ৷ তবে অর্জুন চক্রবর্তী করেছেন ৷ এই প্রথম সৃজিতের ছবিতে অভিনয় করবেন সব্যসাচী-তনয় ৷ স্বভাবতই উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ৷ নতুন ছবির খবর তিনি শেয়ার করেছেন ফেসবুক ও ইনস্টাগ্রামে ৷
advertisement
advertisement
সৃজিতের পরিচালনায় আসন্ন এক্স প্রেম-এর খবর শেয়ার করেছে প্রযোজক সংস্থাও ৷ যেখানেই শেয়ার করা হয়েছে, ট্যাগ করা হয়েছে ছবির কুশীলবদের ৷ সেখানেই এসেছে শ্রুতি দাসের উল্লেখ ৷ এখানেই শুরু ভ্রান্তিবিলাস ৷
সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট দেখে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা আসছে ‘দেশের মাটি’-র নোয়ার কাছে৷ ঘটনাচক্রে তিনিও শ্রুতি দাস ৷ শেষ অবধি বাধ্য হয়ে তিনি ফেসবুকে জানিয়েছেন, তিনি সৃজিতের আসন্ন ছবি ‘এক্স প্রেম’-এ অভিনয় করছেন না ৷ তাই তাঁর কাছে অভিনন্দন বার্তা পাঠানোর প্রয়োজন নেই ৷ তিনি যে এই শ্রুতি নন, তার জন্য দুঃখও পেয়েছেন নোয়া ৷
advertisement
আসলে সৃজিতের ছবিতে যে শ্রুতি অভিনয় করবেন, তিনি নবাগতা ৷ এই ছবি দিয়েই তাঁর যাত্রা শুরু হবে ৷ তাঁর বিপরীতে অনিন্দ্য সেনগুপ্তরও এটা প্রথম কাজ হতে চলেছে ৷ ছবিতে তাঁর চরিত্রের নাম খিলাৎ বন্দ্যোপাধ্যায় ৷ শ্রুতির নাম, জয়িতা চৌধুরী ৷ এই যুগলের সঙ্গে ছবিতে থাকবে আরও এক প্রণয়ী জুটি ৷ সেই দুই ভূমিকায় আছেন অর্জুন চক্রবর্তী এবং মধুরিমা বসাক ৷
advertisement
চার তরুণ তুর্কির মাধ্যমে প্রেমের গল্প বলবেন ‘জাতিস্মর’, ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’ ‘রাজকাহিনীর’-র পরিচালক ৷ সৃজিত রহস্য থেকে প্রণয়ে পা রাখলেও সমনামীর দৌলতে শুভেচ্ছাবার্তা পৌঁছল আর এক শ্রুতি দাসের কাছে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সৃজিতের নতুন ছবি ঘিরে ভ্রান্তিবিলাস! ‘আমি সেই শ্রুতি দাস নই’, পোস্ট ‘দেশের মাটি’-র নোয়ার
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement