Shreya Ghoshal: মঞ্চে গান শুনে কেঁদে ভাসালেন শ্রেয়া ঘোষাল, আপনি কি মেনুকার গান শুনেছেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shreya Ghoshal: ভক্তিগীতি শুনে কেঁদে ফেললেন স্বয়ং শ্রেয়া ঘোষাল। মেনুকার গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মুম্বই: শারীরিক প্রতিবন্ধকতা যে কোনও বাধা হতে পারে না, তা ইন্ডিয়ান আইডল ১৪-র মঞ্চে প্রমাণ করে দিলেন মেনুকা পৌদেল নামে এক প্রতিযোগী। জীবনের প্রথম পারফরম্যান্সে চমকে দিয়েছেন মেনুকা। দৃষ্টিহীন প্রতিযোগী মেনুকার গান শুনে হাউ হাউ করে কেঁদে ফেলেছেন বিচারকের আসনে থাকা শ্রেয়া ঘোষাল। বাকরুদ্ধ বিশাল দাদলানি ও কুমার শানু।
রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের অডিশন রাউন্ডে স্তম্ভিত হয় সবাই। এক দৃষ্টিহীন প্রতিযোগী আসেন এদিন অডিশন দিতে। তাঁর গলায় ভক্তিগীতি শুনে কেঁদে ফেললেন স্বয়ং শ্রেয়া ঘোষাল। মেনুকার গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, মেনুকা নামে একজন দৃষ্টিহীন প্রতিযোগী।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: টানটান ট্রেলারে টাইগারের গর্জন, মুহূর্তে ভাইরাল সলমান-ক্যাটের নতুন ছবির ঝলক
ইন্ডিয়ান আইডলের মঞ্চে দাঁড়িয়ে ‘ও পালানহারে নির্গুণ অর ন্যায়ারে’ গানটি গাইছেন। তাঁর সুরের মূর্ছনায় গোটা মঞ্চ যেন ভেসে যাচ্ছে। মুগ্ধ হয়ে যান বিচারকরা। কুমার শানু, বিশাল দাদলানি তো কিছুটা শুনেই বলে ওঠেন, ‘অবিশ্বাস্য! কী সুন্দর।’ শ্রেয়া ঘোষালেরও মন ছুঁয়ে যায়। কান্নায় ভেঙে পড়েন এই গায়িকা। অঝোরে কাঁদতে দেখা যায় ভিডিওতে।
advertisement
গান থেমে গেলেও শ্রেয়া কিছুতেই নিজেকে সামলাতে পারেননি। হাউহাউ করে কাঁদছেন শ্রেয়া ঘোষাল, মেকআপ ধুয়ে যাচ্ছে তাঁর। সেদিকে বিন্দুমাত্র হুঁশ নেই গায়িকার। নিজেকে সামলানোর চেষ্টা করছেন। কিন্তু না, পারছেন না। চোখের কোণ ভিজে যাচ্ছে ক্রমাগত। জাতীয় টেলিভিশন, হাজারও দর্শক–তবু শ্রেয়ার মন আবেগময়। এ কান্না কষ্টের নয়, আনন্দের। এ কান্না সঙ্গীতের বিমূর্ততার। ‘ইন্ডিয়ান আইডল’-এ এই বারের সিজনে বিচারকের আসনে পাওয়া যাচ্ছে শ্রেয়া ঘোষালকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 8:22 PM IST