Bollywood Gossip: সলমন, শাহরুখ কিংবা আমিরের সঙ্গে কখনওই কাজ করেননি... কেন? এ কী বললেন শ্রদ্ধা কাপুর…
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
প্রসঙ্গত বর্তমানে ‘স্ত্রী ২’ ছবির সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শ্রদ্ধা কাপুর। এই ছবিতে শ্রদ্ধার পাশাপাশি দেখা যাবে রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পঙ্কজ ত্রিপাঠীকে। গত ১৫ অগাস্ট মুক্তি পেয়েছে ছবিটি। যা ভক্তদের মন জয় করে নিয়েছে। অমর কৌশিকের পরিচালনায় তৈরি হয়েছে ‘স্ত্রী ২’।
বলিউডে একাধিক হিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন শ্রদ্ধা কাপুর। তবে কখনওই তাঁকে বলিউডের খান অভিনেতা অর্থাৎ শাহরুখ খান, সলমন খান এবং আমির খানের সঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন শ্রদ্ধা। জানিয়েছেন, বলিউডের তিন খানের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর সামনে এখনও আসেনি। এমনকী তিনি এ-ও জানিয়েছেন যে, শাহরুখ, আমির কিংবা সলমনের সঙ্গে অতীতে কাজের সুযোগ এলেও একাধিক কারণে তিনি সেই কাজ করতে পারেননি।
সম্প্রতি শুভঙ্কর মিশ্রর একটি পডকাস্টে এই কথা শ্রদ্ধা জানিয়েছিলেন। অভিনেত্রীর সেই বক্তব্যই উল্লেখ করেছে আইএএনএস।
যেখানে তিনি বলেছেন যে, “একাধিকবার যখন একই ধরনের ছবির অফার আসে, আর আপনার মনে হয় যে, চরিত্রটা ঠিক ভাল নয়, কিংবা সেই চরিত্রটা শিল্পীকে ঠিক চ্যালেঞ্জের মুখে ফেলবে না, তখন সেই অফার হাতের বাইরে বেরিয়ে যেতে দেওয়াই ভাল। আমি যে ধরনের কাজ বাছাই করি, সেই বিষয়ে একদম স্বচ্ছ থাকি।”
advertisement
advertisement
অভিনেত্রী আরও বলেন যে, “আমি ভাল ছবির অংশ হতে চাই। আর এমন ছবি করতে চাই, যার মধ্যে ভাল গল্প রয়েছে। আমি ভাল পরিচালকদের সঙ্গে কাজ করতে চাই। আর ভাল কাজ করতে চাই। আর এই সবের বাই-প্রোডাক্ট যদি ভাল অভিনেতা বা বড় বড় তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়, তাহলে আমি এতে হ্যাঁ বলতে পেরে খুবই খুশি।”
advertisement
প্রসঙ্গত বর্তমানে ‘স্ত্রী ২’ ছবির সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শ্রদ্ধা কাপুর। এই ছবিতে শ্রদ্ধার পাশাপাশি দেখা যাবে রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পঙ্কজ ত্রিপাঠীকে। গত ১৫ অগাস্ট মুক্তি পেয়েছে ছবিটি। যা ভক্তদের মন জয় করে নিয়েছে। অমর কৌশিকের পরিচালনায় তৈরি হয়েছে ‘স্ত্রী ২’। শুধু তা-ই নয়, বক্স অফিসে এই ছবির সাফল্য গুঁড়িয়ে দিয়েছে অক্ষয় কুমার ও তাপসী পান্নুর ‘খেল খেল মেঁ’ এবং জন এব্রাহামের ‘ভেদা’ ছবিকেও। Saclink-এর মতে, ষষ্ঠ দিনেই ২৫৪.৫৫ কোটি টাকা আয় করেছে ‘স্ত্রী ২’।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 22, 2024 11:40 AM IST