নচিকেতার লেখা গল্প নিয়ে রুপোলি পর্দায় আসছে ‘শর্টকাট’

Last Updated:
#কলকাতা: সফলতার স্বাদ পেতে চাই ‘শর্টকাট’৷ বাধা পেরোতে গেলেও লাগবে ‘শর্টকাট’৷ শিল্পক্ষেত্রে ছাপ ফেলতেও ভরসা সেই ‘শর্টকাট’৷ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ‘শর্টকাট’-এর মুখাপেক্ষী হয়ে রয়েছি আমরা সবাই-ই ৷ একটা সময় হয়তো জীবনের নামটা বদলে হয়তো হয়ে যাবে ‘শর্টকাট’৷ আর এই জীবনের ‘শর্টকাট’নিয়ে গল্প লিখেছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ৷ আর সেই গল্পই এবার উঠে আসছে রুপোলি পর্দায় ৷
ছবির নাম ‘শর্টকাট’৷ পরিচালকে দায়িত্ব সামলাচ্ছেন সুবীর মন্ডল ৷ এমন গল্প নিয়ে ছবি বানাতে চাইছেন কেন? পরিচালক বললেন,‘‘নচিকেতা আর আমি বেশ অনেকদিনের বন্ধু ৷ ওই এদিন বলল যে, একটা গল্প আছে আমার পড়ে দেখতে পারিস ৷ গল্পটা পড়ে আমি তো দারুণ উচ্ছ্বসিত ৷ তখন ঠিক হল ওই গল্পটা নিয়ে তৈরি ছবি পূর্ণদৈর্ঘ্যের ছবি ৷ এমন একটা গল্প আমায় দেওয়ার জন্য সারাটা জীবন আমি ওঁর কাছে কৃতজ্ঞ থাকব ৷’’
advertisement
1
advertisement
‘শর্টকাট’-এ চন্দন সেন এবং রাজশ্রী ভৌমিক ৷ ছবি: অ্যাডভার্ব ৷
পরিচালক জানালেন, এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো আলাদা আর্থ-সামাজিক অবস্থার দুই যুবকের গল্প ‘শর্টকাট’। বিত্তবান পরিবারের একটি ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আর একটি ছেলে। আপাতদৃষ্টিতে দু’জনের অবস্থান আলাদা হলেও তাদের দু’জনের জীবনেই ব্যর্থতার গ্লানি রয়েছে। কোথাও গিয়ে তারা মিলে যায়। এ বার তারা পরিস্থিতি থেকে বেরোতে পারে কি না সেটা নিয়েই গল্প ৷
advertisement
2
‘শর্টকাট’-এ সব্যসাচী চক্রবর্তী ও অপু বিশ্বাস ৷ ছবি: অ্যাডভার্ব ৷
ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, চন্দন সেন, অনিন্দিতা বসু, রাজশ্রী ভৌমিকের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এছাড়া বাংলাদেশ থেকে রয়েছেন অপু বিশ্বাস ও ওরিন ৷ ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ৷ গতকাল ৫ জুন থেকে কলকাতার নিউটাউন এলাকায় ‘শর্টকাট’ ছবির শুটিং শুরু হয়েছে । চলবে ১০ জুন পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের শুটিং শুরু হবে ঈদের পর থেকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
নচিকেতার লেখা গল্প নিয়ে রুপোলি পর্দায় আসছে ‘শর্টকাট’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement