Raghu Dakat: আউশগ্রামের জঙ্গলে হঠাৎ হাজির 'রঘু ডাকাত', ছুটল ঘোড়া! খবর ছড়িয়ে পড়তেই শোরগোল
- Published by:Debamoy Ghosh
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
শরদিন্দু ঘোষ
আউশগ্রাম: কয়েক বছর আগে এসেছিলেন ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। পূর্ব বর্ধমানের আউশগ্রামে সিনেমার শ্যুটিং করেন বিগ বি। তার আগে পরে শ্যুটিং হয়েছে অনেক। এবার এই জঙ্গলে ফের বসেছে শ্যুটিংয়ের আসর। এবার ‘রঘু ডাকাত’ সিনেমার শ্যুটিংয়ে ঘোড়া ছোটালেন দেব। সেই শ্যুটিং দেখতে ভিড় করলেন এলাকার বাসিন্দারা।
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এখন হয়ে উঠেছে পূর্ব ভারতের অন্যতম শ্যুটিং স্পট। ভাঙা জমিদার বাড়ি, ঘন শাল-পিয়ালের জঙ্গল, আদিবাসী গ্রাম এবং লালমাটির পুকুর এই অঞ্চলের সৌন্দর্যকে এক অনন্য বৈশিষ্ট্য দিয়েছে, যা চলচ্চিত্র নির্মাতাদের আকর্ষণ করছে। সম্প্রতি এখানেই শুরু হয়েছে বাংলার অন্যতম বিগ বাজেট ছবি ‘রঘু ডাকাত’ এর শ্যুটিং , যেখানে প্রধান চরিত্র রঘু ডাকাতের ভূমিকায় অভিনয় করছেন দেব।
advertisement
আদুরিয়ার ঘন জঙ্গল, কালিকাপুরের ভাঙা জমিদার বাড়ি এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের মিলিত সৌন্দর্য এখানে শ্যুটিংয়ের জন্য আদর্শ জায়গা তৈরি করেছে। দেবের রঘু ডাকাত চরিত্রের ঘোড়া চালানোর দৃশ্য এখানে শুট করা হচ্ছে, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। শুটিংয়ের জন্য একদিকে যেমন বিশাল বাজেট এবং তারপরে দেব-দর্শনের কারণে প্রচুর ভিড় জমে গেছে, অন্যদিকে স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি সামলাতে বেগ পেতে হচ্ছে।
advertisement
advertisement
এই এলাকাটি কেবল টলিউডের জন্য নয়, বলিউড এবং তামিল ছবির শ্যুটিংয়ের জন্যও আকর্ষণীয় হয়ে উঠেছে। কালিকাপুরের জঙ্গল, মৌখিরার টেরাকোটা মন্দির এবং আদুরিয়ার ঘন জঙ্গল, এই সমস্ত স্থানের সৌন্দর্য অনেক পরিচালককেই এখানে শুটিং করার জন্য প্রেরণা দিয়েছে। বিশেষত আউশগ্রামে চিত্রনাট্যে প্রয়োজনীয় প্রায় সমস্ত কিছুই পাওয়া যায়। একদিকে এ অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অন্যদিকে জঙ্গলে সহজে পৌঁছে যাওয়ার সুযোগ, তাই আউশগ্রাম এখন সিনেমা নির্মাণের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।
advertisement
তবে, স্থানীয় বাসিন্দাদের মতে, এই অঞ্চলটি আরও পর্যটন ও উন্নয়নের সুযোগ পেলে এখানকার অর্থনৈতিক অবস্থাও আরও উন্নত হবে। আউশগ্রামের আদুরিয়া এলাকার বাসিন্দারা বলছেন, এখানে বহু বছর ধরে শ্যুটিং হয়। তবে পর্যটনে এবং আরও উন্নয়ন হলে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। শ্যুটিংয়ে প্রচুর মানুষ আসেন, কিন্তু এখানে থাকার জন্য ভাল মানের রিসর্টের অভাব রয়েছে। সরকারিভাবে উন্নত রিসর্ট ও ইকো ট্যুরিজম গড়ে উঠলে স্থানীয়দেরও উপকার হবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 3:31 AM IST