Shivya Pathania: অভিনয় দেবীর চরিত্রে, আর তাঁকেই কি না ইন্ডাস্ট্রির কুপ্রস্তাব! শিব্যা পাঠানিয়ার প্রতিটি কথা কাঁপিয়ে দেবে

Last Updated:

Shivya Pathania Casting Couch: অভিনেত্রী জানান, তাঁর কাছে যখন ৮ মাস কোনও কাজ ছিল না তখন তাঁকে শারীরিক সম্পর্ক রাখার মতো জঘন্য দাবি জানানো হয়।

#মুম্বই: ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিব্যা পাঠানিয়া (Shivya Pathania) তাঁর কেরিয়ারে পৌরাণিক ধারাবাহিকেই বেশি অভিনয় করেছেন। আজকাল তিনি 'বাল শিব' ধারাবাহিকে অভিনয় করছেন। সম্প্রতি নিজের অভিনয় জীবনের অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে কাস্টিং কাউচ নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন শিব্যা পাঠানিয়া। অভিনেত্রী জানান, তাঁর কাছে যখন ৮ মাস কোনও কাজ ছিল না তখন তাঁকে শারীরিক সম্পর্ক রাখার মতো জঘন্য দাবি জানানো হয়। তবে সেই সময়ে শিব্যা পটানিয়া নিজে ওই ব্যক্তিকে এই নিয়ে উচিত কথা শুনিয়ে দিয়েছিলেন। এর পর তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলেও যান বলে জানিয়েছেন।
শিব্যা পাঠানিয়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, তাঁর প্রথম টিভি সিরিয়াল 'হামসফর' বন্ধ হওয়ার পরে যখন তিনি ৮ মাস খালি বসে ছিলেন। কাজের জন্য অনেক জায়গাতেই ছুটতে হয়েছিল তাঁকে। সেই সময়েই এক জায়গায় তাঁকে কাজের বিনিময়ে শারীরিক সম্পর্ক রাখার কথা বলা হয়। মুম্বইয়ের সান্তা ক্রুজে একটি অডিশনের জন্য গিয়েছিলেন তিনি। কাজ হিসেবে তেমন বড় না হলেও প্রয়োজনেই সেখানে যেতে বাধ্য হন অভিনেত্রী।
advertisement
advertisement
মুম্বইয়ের সান্তা ক্রুজে পৌঁছে প্রযোজকের সঙ্গে দেখা করেন তিনি। শিব্যা পটানিয়ার কথায়, ‘সান্তা ক্রুজে আমি প্রযোজকের সঙ্গে দেখা করি। প্রযোজক সম্ভবত তখন একটি আলাদা ঘরে বসে ছিলেন। ওই ব্যক্তি আমায় বলেন, ওই বিজ্ঞাপনে আমি যদি কোনও বড় সেলিব্রিটির সঙ্গে কাজ করতে আগ্রহী হই, তাহলে আমাকে তাঁর সঙ্গে আপোস করতে হবে। ওই সময়ে প্রযোজকের ঘরে ল্যাপটপে ভজন বাজছিল, আমি সরাসরি তাঁর দিকে তাকিয়ে জবাব দিই- আপনার লজ্জা করে না? একদিকে ঘরে বসে ভজন শুনছেন আর অন্য দিকে আমাকে এই ধরনের নোংরা অফার দিচ্ছেন? তারপর আমি ওখানে আর অপেক্ষা করিনি। সোজা সেখান থেকে চলে এসেছিলাম।’
advertisement
শিব্যা পাঠানিয়া 'বাল শিব'-এর আগে 'এক রিশতা পার্টনারশিপ কা' (Ek Rishta Partnership Ka), 'মহাদেব' (Mahadev), 'রাধা কৃষ্ণ' (Radha Krishna) এবং 'রাম সিয়া কে লব কুশ' (Ram Siya Ke Luv Kush)-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন, কিছুদিনের মধ্যেই ছোটপর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। দেবীর চরিত্রে কাজ করলেও অভিনেত্রীকে ইন্ডাস্ট্রি কী চোখে দেখে, কাস্টিং কাউচ নিয়ে এই প্রকাশ্য মন্তব্যে শিব্যা পাঠানিয়ার ভক্তরা অবাক হয়ে গিয়েছে। অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির এই নোংরা রূপকে ধিক্কার জানিয়েছেন!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shivya Pathania: অভিনয় দেবীর চরিত্রে, আর তাঁকেই কি না ইন্ডাস্ট্রির কুপ্রস্তাব! শিব্যা পাঠানিয়ার প্রতিটি কথা কাঁপিয়ে দেবে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement