#মুম্বই: বহুদিন পর বলিউডের পর্দায় দেখা যাবে অজয় দেবগণকে ৷ তবে এবার শুধু হিরো নয়, পরিচালক-প্রযোজকও বটে ৷ ছবির নাম ‘শিবায়ে’ ৷ আর এই ‘শিবায়ে’ই এখন বলিউড খবরের শিরোনামে ৷
সম্প্রতি প্রকাশ পেল ‘শিবায়ে’ ছবির গান ‘বোলো হর হর’ ৷ আর এই গান দেখে হতবাক গোটা বলিউড ৷ অজয় দেবগণের কথায়, এরকম গানের দৃশ্য আগে কখনও বলিউড দেখেনি ৷
কিছুদিন আগে ‘শিবায়ে’ নিয়ে বেশ বিতর্কে পড়েছিলেন করণ জোহর ও অজয় দেবগণ ৷ খবরে এসেছিল অজয় দেবগণের ‘শিবায়ে’ ছবিকে বদনাম করার জন্য নাকি টাকা ঘুঁষ দিয়েছিলেন করণ ৷
ছবি নিয়ে বক্স অফিস লড়াই তো বহুদিন থেকেই চলে আসছে বলিউডে ৷ তবে বক্স অফিসের বাইরেও ছবির ব্যবসাকে ঠিক রাখতে নতুন লড়াই শুরু করলেন পরিচালক করণ জোহর ও অভিনেতা-পরিচালক অজয় দেবগণ ৷ আর এই লড়াইয়ে করণের দিকে অভিযোগের আঙুল তুলে বসলেন অজয় দেবগণ ৷ অজয়ের অভিযোগ, ২৫ লাখ টাকা ঘুঁষ খাইয়েই নাকি করণ জোহর অজয় দেবগণের ছবি ‘শিবায়ে’র নেগেটিভ পাবলিসিটি করাচ্ছেন !
ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই অজয় দেবগণের ‘শিবায়ে’ ছবি নিয়ে আলাদা উৎসাহ তৈরি হয়েছিল গোটা বলিউডে ৷ ছবির সিনেম্যাটোগ্রাফি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ফিল্ম সমালোচকরা ৷ স্বভাবতই, ছবি নিয়ে আশার আলো দেখেছেন অজয় দেবগণ ৷
অজয় দেবগণের ‘শিবায়ে’ ছবির সঙ্গেই মুক্তি পাচ্ছে করণ জোহরের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ৷ আর এই ছবিরও ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ গোটা বলিউড ৷
সম্প্রতি করণ জোহরের দিকে আঙুল তুলে অজয় দেবগণ অভিযোগ করেছেন, করণ জোহর নাকি কমল আর খানকে ২৫ লাখ টাকা দিয়েছেন ‘শিবায়ে’ ছবি নিয়ে ট্যুইটারে অপপ্রচার করতে ৷ তবে শুধু বলেই ক্ষান্ত থাকেননি অজয় ৷ অজয় জানিয়েছেন, ‘প্রযোজক কুমার মঙ্গতকে কমল আর খান স্পষ্ট জানিয়েছেন এই লেনদেনের কথা ৷’
এটাকেই বলে হয়তো গ্র্যান্ড এন্ট্রি ৷ অজয় দেবগণ ফিরলেন একেবারে নতুন কায়দায় ৷ ছবির নাম ‘শিবায়ে’ ! ৩ মিনিট, ৫০ সেকেন্ড দৈঘ্যের এই ট্রেলার নিয়ে বলিউড সরগরম ৷ ফিল্ম সমালোচকরা মনে করছেন, এরকম ট্রেলার বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আগে কখনও দেখেনি ৷ বরফ ঘেরা পাহাড়, তার মাঝে নানা স্টান্ট !গোটা ছবিটি শ্যুটিং হয়েছে বুলগেরিয়াতে ৷ পৌরাণিক গল্পের ওপর নির্ভর করে এক রিয়্যালিস্টিক ছবি তৈরি করেছেন অজয় দেবগণ ৷ যেখানে এক সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে মহাদেবের ৷
অজয় দেবগণ জানিয়েছেন, এই ছবি বহুদিনের রিসার্চের ফলাফল ৷ অজয় জানিয়েছেন, শুধু ট্রেলারেই নয় গোটা ছবিতে জুড়ে রয়েছে প্রচুর চমক ৷ছবিটি মুক্তি পাবে ২৮ অক্টোবর দিওয়ালিতে ৷ এই একই দিনে মুক্তি পাবে করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হে মুশকিল’ ৷ তবে অজয় দেবগণ জানিয়েছেন, ‘আমি কারও সঙ্গে ছবি নিয়ে লড়াই করতে চাই না ৷ আমার শিবায়ে একেবারে অন্যরকম !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajay Devgan, Bengali News, Bollywood, Shivaay, Video