‘শিবায়ে’র গানে চমকে দেবে অজয় দেবগণ !

Last Updated:

বহুদিন পর বলিউডের পর্দায় দেখা যাবে অজয় দেবগণকে ৷ তবে এবার শুধু হিরো নয়, পরিচালক-প্রযোজকও বটে ৷

#মুম্বই: বহুদিন পর বলিউডের পর্দায় দেখা যাবে অজয় দেবগণকে ৷ তবে এবার শুধু হিরো নয়, পরিচালক-প্রযোজকও বটে ৷ ছবির নাম ‘শিবায়ে’ ৷ আর এই ‘শিবায়ে’ই এখন বলিউড খবরের শিরোনামে ৷
সম্প্রতি প্রকাশ পেল ‘শিবায়ে’ ছবির গান ‘বোলো হর হর’ ৷ আর এই গান দেখে হতবাক গোটা বলিউড ৷ অজয় দেবগণের কথায়, এরকম গানের দৃশ্য আগে কখনও বলিউড দেখেনি ৷
কিছুদিন আগে ‘শিবায়ে’ নিয়ে বেশ বিতর্কে পড়েছিলেন করণ জোহর ও অজয় দেবগণ ৷ খবরে এসেছিল অজয় দেবগণের ‘শিবায়ে’ ছবিকে বদনাম করার জন্য নাকি টাকা ঘুঁষ দিয়েছিলেন করণ ৷
advertisement
advertisement
ছবি নিয়ে বক্স অফিস লড়াই তো বহুদিন থেকেই চলে আসছে বলিউডে ৷ তবে বক্স অফিসের বাইরেও ছবির ব্যবসাকে ঠিক রাখতে নতুন লড়াই শুরু করলেন পরিচালক করণ জোহর ও অভিনেতা-পরিচালক অজয় দেবগণ ৷ আর এই লড়াইয়ে করণের দিকে অভিযোগের আঙুল তুলে বসলেন অজয় দেবগণ ৷ অজয়ের অভিযোগ, ২৫ লাখ টাকা ঘুঁষ খাইয়েই নাকি করণ জোহর অজয় দেবগণের ছবি ‘শিবায়ে’র নেগেটিভ পাবলিসিটি করাচ্ছেন !
advertisement
ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই অজয় দেবগণের ‘শিবায়ে’ ছবি নিয়ে আলাদা উৎসাহ তৈরি হয়েছিল গোটা বলিউডে ৷ ছবির সিনেম্যাটোগ্রাফি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ফিল্ম সমালোচকরা ৷ স্বভাবতই, ছবি নিয়ে আশার আলো দেখেছেন অজয় দেবগণ ৷
অজয় দেবগণের ‘শিবায়ে’ ছবির সঙ্গেই মুক্তি পাচ্ছে করণ জোহরের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ৷ আর এই ছবিরও ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ গোটা বলিউড ৷
advertisement
সম্প্রতি করণ জোহরের দিকে আঙুল তুলে অজয় দেবগণ অভিযোগ করেছেন, করণ জোহর নাকি কমল আর খানকে ২৫ লাখ টাকা দিয়েছেন ‘শিবায়ে’ ছবি নিয়ে ট্যুইটারে অপপ্রচার করতে ৷ তবে শুধু বলেই ক্ষান্ত থাকেননি অজয় ৷ অজয় জানিয়েছেন, ‘প্রযোজক কুমার মঙ্গতকে কমল আর খান স্পষ্ট জানিয়েছেন এই লেনদেনের কথা ৷’
এটাকেই বলে হয়তো গ্র্যান্ড এন্ট্রি ৷ অজয় দেবগণ ফিরলেন একেবারে নতুন কায়দায় ৷ ছবির নাম ‘শিবায়ে’ ! ৩ মিনিট, ৫০ সেকেন্ড দৈঘ্যের এই ট্রেলার নিয়ে বলিউড সরগরম ৷ ফিল্ম সমালোচকরা মনে করছেন, এরকম ট্রেলার বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আগে কখনও দেখেনি ৷ বরফ ঘেরা পাহাড়, তার মাঝে নানা স্টান্ট !
advertisement
গোটা ছবিটি শ্যুটিং হয়েছে বুলগেরিয়াতে ৷ পৌরাণিক গল্পের ওপর নির্ভর করে এক রিয়্যালিস্টিক ছবি তৈরি করেছেন অজয় দেবগণ ৷ যেখানে এক সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে মহাদেবের ৷
অজয় দেবগণ জানিয়েছেন, এই ছবি বহুদিনের রিসার্চের ফলাফল ৷ অজয় জানিয়েছেন, শুধু ট্রেলারেই নয় গোটা ছবিতে জুড়ে রয়েছে প্রচুর চমক ৷
advertisement
ছবিটি মুক্তি পাবে ২৮ অক্টোবর দিওয়ালিতে ৷ এই একই দিনে মুক্তি পাবে করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হে মুশকিল’ ৷ তবে অজয় দেবগণ জানিয়েছেন, ‘আমি কারও সঙ্গে ছবি নিয়ে লড়াই করতে চাই না ৷ আমার শিবায়ে একেবারে অন্যরকম !’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘শিবায়ে’র গানে চমকে দেবে অজয় দেবগণ !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement