এই নায়ককেই বিয়ে করতে চলেছে দিলীপ কুমারের নাতনি !

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: নাম তার সায়েশা সায়গল ৷ ঝুলিতে তাঁর এখনও পর্যন্ত একটা ছবি ‘শিবায়ে’ ৷ কিন্তু এরই মধ্যে জনপ্রিয় হয়েছেন সায়েশা সয়গাল ৷ তবে এর বাইরেও রয়েছে সায়েশার অন্য এক পরিচয় ৷ সায়েশা হলেন দিলীপ কুমার ও সায়রা বানুর নাতনি ৷

    সেই সায়েশাই এবার বিয়ে করতে চলেছেন দক্ষিণী নায়ক আর্কে ৷ জানা গিয়েছে, মার্চ মাসেই আর্যকে বিয়ে করতে চলেছেন সায়েশা ৷ দক্ষিণী ছবি ‘গজনিকান্ত’-এর শুটিং ফ্লোর থেকেই আলাপ সায়েশা ও আর্য-র ৷ আর সেখান থেকেই প্রেম ৷

    সম্প্রতি, একটি রিয়্যালিটি শোতে এসে সায়েশাকে বিয়ে করার কথা সোজাসুজি জানিয়েছেন আর্য ৷ এমনকী, আর্যের কথায় সায়ও দিয়েছেন সায়েশা ! তবে এখন চলছে বিয়ের প্রস্তুতি ৷

    dilip

    First published:

    Tags: Bollywood, Sayyeshaa, Shivaay