Shiboprosad Mukherjee: দাম্পত্যের সপ্তবর্ষ পাড়ি! লাল্টু-মিতালিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা নেটিজেনদের

Last Updated:

নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন লাল্টু দত্তকে, থুড়ি শিবপ্রসাদকে ৷ ২০১৪ সালের ৬ জুন তাঁর এবং নন্দিতা রায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘রামধনু’৷

কলকাতা : দাম্পত্যের প্রথম ৭ বছর নাকি খুব গুরুত্বপূর্ণ ৷ বলছেন লাল্টু দত্ত ৷ রবিবার সেই সময়কাল পাড়ি দিলেন তিনি এবং স্ত্রী মিতালি ৷ তাঁদের শুভেচ্ছা জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ তাঁর ফেসবুকে জ্বলজ্বল করছে লাল্টু-মিতালির হাস্যোজ্জ্বল মুখ ৷
নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন লাল্টু দত্তকে, থুড়ি শিবপ্রসাদকে ৷ ২০১৪ সালের ৬ জুন তাঁর এবং নন্দিতা রায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘রামধনু’৷ ছবিতে তুলে ধরা হয়েছিল মধ্যবিত্ত বাঙালির চিরন্তন সমস্যা ৷ সন্তানকে নামী ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির সময় ইংরেজি বলতে না পারা এবং তার থেকে হীনমন্যতা ৷ বক্স অফিসে সুপারহিট হয়েছিল ‘রামধনু’৷ ছবির বার্তা ছুঁয়ে গিয়েছিল দর্শকদের ৷ গ্ল্যামার থেকে বহু দূরে মধ্যবিত্ত দম্পতির ভূমিকায় শিবপ্রসাদ ও গার্গীর অভিনয় এই ছবির অন্যতম সম্পদ ৷
advertisement
advertisement
‘রামধনু’-র ছায়ায় মালয়লম ভাষায় তৈরি হয় ‘সল্ট ম্যাঙ্গো ট্রি’৷ ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ইরফান খানের ছবি ‘হিন্দি মিডিয়াম’-ও আদতে শিবপ্রসাদ-নন্দিতার সৃষ্টিরই অনুসরণে তৈরি, সে অভিযোগও উঠেছিল ৷ ‘রামধনু’-র লাল্টু মিতালি জুটি এত জনপ্রিয় হয়েছিল, পরে ‘হামি’ ছবিতেও একই নাম ব্যবহার করা হয় শিবপ্রসাদ-গার্গীর ক্ষেত্রে ৷ শুধু পদবিটা পাল্টে ‘দত্ত’ থেকে ‘বিশ্বাস’ করে দেওয়া হয় ৷
advertisement
লাল্টু ও মিতালি যে দর্শকহৃদয়ের কত কাছে, তা বোঝা যায় শিবপ্রসাদের পোস্টের নীচে মন্তব্য দেখলেই ৷ অনেকেই রামধনুর দ্বিতীয় ভাগ দেখতে চেয়েছেন ৷ বাদ পড়েনি নেটিজেনদের রসিকতাও ৷ কেউ বলেছেন, লাল্টু মিতালির ছেলে যখন এত বড় হয়ে গেল, তখন দাম্পত্যের বয়স মোটে ৭ কী করে হয়? দত্ত পদবিধারী কোনও সুরসিকা আবার জানিয়েছেন, তিনি স্বামীকে ‘লাল্টু দত্ত’ বলে ডাকেন ৷ কারণ পদবি ছাড়াও পর্দার চরিত্রের সঙ্গে স্বামীর আরও অনেক সাদৃশ্য আছে ৷
advertisement
তবে বেশিরভাগ মন্তব্যেই দত্ত দম্পতিকে শুভ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়েছে৷ সঙ্গে সিনেপ্রেমী নেটিজেনদের আব্দার, বড় পর্দায় তাঁরা আরও অনেক বার ফিরে পেতে চান, লাল্টু ও মিতালি দত্তকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shiboprosad Mukherjee: দাম্পত্যের সপ্তবর্ষ পাড়ি! লাল্টু-মিতালিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা নেটিজেনদের
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement