'স্টিফেন স্পিলবার্গের মতো কিংবদন্তী পরিচালককে পিছনে ফেলে এগিয়ে গেলেন রাজামৌলী', শুভেচ্ছা শেখর কাপুরের

Last Updated:
# মুম্বই:  ফের জয়জয়কার 'আর আর আর'-এর। ফের রাজামৌলীর মুকুটে নয়া হীরে! এবার নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কল 'আর আর আর'-এর জন্য সেরা পরিচালকের শিরোপা তুলে দিল এস এস রাজামৌলীর হাতে। এই জয়ের জন্য পরিচালককে শুভেচ্ছা জানিয়ে শেখর কাপুর ট্যুইট করেন, '' নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কল-এর তরফে আর আর আর-এর জন্য পুরস্কৃত হলেন রাজামৌলী। স্টিফেন স্পিলবার্গের মতো কিংবদন্তী পরিচালককে পিছনে ফেলে এগিয়ে গেলেন তিনি।''
advertisement
advertisement
ইতিমধেই গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২৩-এর মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে, আর সেখানে সেরা ছবি (ইংরেজি ভাষা নয়), সেরা মৌলিক গানে নাম রয়েছে 'আর আর আর'-এর। ইংরেজি ভাষার বাইরে সেরা ছবির তালিকায় 'আর আর আর'-এর প্রতিযোগী 'অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', 'আর্জেন্টিনা ১৯৮৫', ' ক্লোজ অ্যান্ড ডিশিসন টু লিভ'। 'আর আর আর'-এর 'নাটু নাটু' গান মনোনীত হয়েছে সেরা মৌলিক গানের তালিকায়।
advertisement
প্রথম ছবি  ‘বাহুবলী ২’-র রেকর্ড দ্বিতীয় ছবি ‘আরআরআর’-এর ভেঙেই ফেলেন পরিচালক এস এস রাজামৌলী। প্রথম দিনেই ২২৩ কোটি ব্যবসা করে ফেলল সারা বিশ্বে। ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়  রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ । বাড়তি পাওনা ছিল আলিয়া ভাট।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'স্টিফেন স্পিলবার্গের মতো কিংবদন্তী পরিচালককে পিছনে ফেলে এগিয়ে গেলেন রাজামৌলী', শুভেচ্ছা শেখর কাপুরের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement