'স্টিফেন স্পিলবার্গের মতো কিংবদন্তী পরিচালককে পিছনে ফেলে এগিয়ে গেলেন রাজামৌলী', শুভেচ্ছা শেখর কাপুরের
- Published by:Rukmini Mazumder
Last Updated:
# মুম্বই: ফের জয়জয়কার 'আর আর আর'-এর। ফের রাজামৌলীর মুকুটে নয়া হীরে! এবার নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কল 'আর আর আর'-এর জন্য সেরা পরিচালকের শিরোপা তুলে দিল এস এস রাজামৌলীর হাতে। এই জয়ের জন্য পরিচালককে শুভেচ্ছা জানিয়ে শেখর কাপুর ট্যুইট করেন, '' নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কল-এর তরফে আর আর আর-এর জন্য পুরস্কৃত হলেন রাজামৌলী। স্টিফেন স্পিলবার্গের মতো কিংবদন্তী পরিচালককে পিছনে ফেলে এগিয়ে গেলেন তিনি।''
To huge applause he stood up there with the best of International Cinema, like Cate Blanchett and Colin Farrel, as @ssrajamouli was awarded Best Director for RRR, beating directors like Steven Spielberg. By the most respected New York Film Critics Circle. @ssrajamouli @nyfcc WOW! https://t.co/NELmlX7Wp4
— Shekhar Kapur (@shekharkapur) January 6, 2023
advertisement
advertisement
ইতিমধেই গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২৩-এর মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে, আর সেখানে সেরা ছবি (ইংরেজি ভাষা নয়), সেরা মৌলিক গানে নাম রয়েছে 'আর আর আর'-এর। ইংরেজি ভাষার বাইরে সেরা ছবির তালিকায় 'আর আর আর'-এর প্রতিযোগী 'অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', 'আর্জেন্টিনা ১৯৮৫', ' ক্লোজ অ্যান্ড ডিশিসন টু লিভ'। 'আর আর আর'-এর 'নাটু নাটু' গান মনোনীত হয়েছে সেরা মৌলিক গানের তালিকায়।
advertisement
প্রথম ছবি ‘বাহুবলী ২’-র রেকর্ড দ্বিতীয় ছবি ‘আরআরআর’-এর ভেঙেই ফেলেন পরিচালক এস এস রাজামৌলী। প্রথম দিনেই ২২৩ কোটি ব্যবসা করে ফেলল সারা বিশ্বে। ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ । বাড়তি পাওনা ছিল আলিয়া ভাট।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2023 10:24 PM IST