Shehnaaz Gill Marriage: পরনে লাল লেহেঙ্গা, দু-হাত ভর্তি মেহেন্দি... আচমকা কাকে বিয়ে করলেন শেহনাজ গিল? তোলপাড় বলিউড
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সিদ্ধার্থ ও শেহনাজের বিয়ের কথা চলছিল। তাঁদের বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছিল। তবে, এবিষয়ে কখনও মুখ খোলেনি সিদ্ধার্থ বা শেহনাজ কেউই।
২০২১ সালে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন শেহনাজ। বেশ কয়েকদিন ছিলেন চার দেওয়ালের ঘেরাটোপে। নেটমাধ্যমেও বিশেষ সক্রিয় ছিলেন না অভিনেত্রী। কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরেছেন তিনি।
সিদ্ধার্থ ও শেহনাজের বিয়ের কথা চলছিল। তাঁদের বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছিল। তবে, এবিষয়ে কখনও মুখ খোলেনি সিদ্ধার্থ বা শেহনাজ কেউই। মুখ খোলেনি তাঁদের পরিবারও। তবে এবার শেহনাজের ইনস্টাগ্রাম পোস্ট দেখে চমকে উঠেছে বলিউড।
advertisement
advertisement
লাল লেহেঙ্গা। গা ভর্তি গয়না। মাথায় লাল দোপাট্টা। নববধূ বেশে ধরা দিলেন শেহনাজ গিল। শুধু তাই নয়, দু হাত ভর্তি মেহেন্দিও রয়েছে। রয়েছে বধূসুলভ লজ্জা। তবে না, চমকে ওঠার কিছু নেই। তিনি বিয়ে করছেন না। এটি একটি মিউজিক ভিডিও। ক্য়াপশনে লেখা, আমি আমাকেই ভালবাসি।
ঝড়ের বেগে ছুটছেন শেহনাজ গিল। পেশাগত জীবনে একের পর এক সাফল্য তাঁর ঝুলিতে। খুব শীঘ্রই বলিউডে হাতেখড়ি হতে চলেছে অভিনেত্রী। সৌজন্যে সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান। এ বার আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। নিখিল আডবাণীর নতুন ছবিতে দেখা যাবে তাঁকে।
advertisement
‘কাল হো না হো’, ‘বাটলা হাউজ’-এর মতো সফল ছবি তৈরি করেছেন নিখিল। এ বার নারীকেন্দ্রিক ছবি করবেন তিনি। শোনা গিয়েছে, মুখ্য ভূমিকায় দেখা যাবে বাণী কাপুরকে। সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শেহনাজকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 1:20 PM IST