Shatrughan Sinha Hospitalised: মেয়ে সোনাক্ষীর বিয়ে দিয়েই অসুস্থ শত্রুঘ্ন সিনহা, হাসপাতালে ভর্তি বলি-অভিনেতা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সোনাক্ষী সিনহার বিয়ের পর-ই হাসপাতালে শত্রুঘ্ন। কী এমন হল অভিনেতার? পড়ুন
মুম্বই: অসুস্থ শত্রুঘ্ন সিনহা, মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান বলি-অভিনেতা। সূত্র মারফত জানা যাচ্ছে, রুটিন চেক-আপের জন্যই নাকি তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও আরেকটি সূত্রের দাবি, অভিনেতা বাড়িতে পড়ে যান। তাতেই তাঁর পাঁজরের হাড়ে আঘাত লাগে। দুর্ঘটনাটি ঘটে সোমবার ২৫ জুন। পাশেই ছিলেন মেয়ে সোনাক্ষী। তিনি-ই বাবাকে ধরে ফেলেন।
সোনাক্ষীর কাকা পেহলাজ নিহালানি শত্রুঘ্ন সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, ” শত্রুজি হাসপাতালে ভর্তি। তবে বর্তমানে ভাল আছেন। আশা করা যাচ্ছে আগামিকাল সন্ধের মধ্যেই তিনি বাড়ি ফিরে আসবেন।”
অন্যদিকে, শত্রুঘ্ন সিনহার ছেলে লাভ জানান, ” বিগত কিছুদিন ধরেই ভাইরাল জ্বরে ভুগছিলেন বাবা। খুব দুর্বল হয়ে পড়েছিলেন। তাই আমরা বাবাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেই।”
advertisement
advertisement
সোনাক্ষীর বিয়ের একদিনের মাথাতেই এহেন দুঃসংবাদ। ২৩ জুন বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। সাত বছরের সম্পর্কের পর গাঁটছড়া বাঁধেন কপোত-কপোতি। যদিও বলিটাউনের অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, মেয়ের বিয়ে নিয়ে নাকি খুশি নন শত্রুঘ্ন। যদিও নিজমুখে তিনি সেই কথা কখন-ও স্বীকার করেননি তিনি। উলটে বলেছেন, মেয়ের খুশিতেই তিনি খুশি।
advertisement
সবে এক সপ্তাহ বিয়ে হয়েছে সোনাক্ষী-জাহিরের। বিয়ের দিন সকাল থেকে সন্ধ্যার প্রীতিভোজের অনুষ্ঠান, সবসময়েই মেয়ের পাশেই দেখা গিয়েছে আসানসোলের সাংসদকে। বাবার হাত ধরেই বিয়ের রেজিস্ট্রির কাগজে সই করেছেন ‘আকিরা’ কন্যা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2024 6:38 PM IST