এত চেষ্টাতেও হল না শেষরক্ষা! প্রয়াত ‘শতরঞ্জ কি খিলাড়ি’র প্রযোজক সুরেশ জিন্দল
- Published by:Rachana Majumder
Last Updated:
সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কে খিলাড়ি’র মতো ছবির প্রযোজক ছিলেন তিনি।
#দিল্লি: প্রয়াত পরিচালক-প্রযোজক সুরেশ জিন্দল। শুক্রবার রাত দুটো নাগাদ দিল্লির লোদি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বয়স হয়েছিল ৮০ বছর।দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুরেশ। এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলে৷ তবু ফল মিলল না শেষমেষ৷
সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কে খিলাড়ি’র মতো ছবির প্রযোজক ছিলেন তিনি।রজনীগন্ধা, কথার মতো চলচ্চিত্র নির্মাণের জন্যও তিনি পরিচিত৷ মাই অ্যাডভেঞ্চারস: দ্য মেকিং অফ শতরঞ্জ কে খিলারি বইটিতে সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক এবং নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
তাঁর পরিবারের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে লেখা হয়েছে, “আমাদের হৃদয়ে চিরকাল এবং সর্বদা থাকবেন সুরেশ জিন্দাল। গত ২৪ তারিখে তিনি শেষ নিশ্বাস ত্যাক করেন। লোধি শ্মশানে দুপুর ২টোয় তাঁর শেষকৃত্য হবে।তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্প ও বিনোদন জগতে৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 11:06 AM IST