শোকের ছায়া বলিউডে, ৮২ বছর বয়সে প্রয়াত শাহরুখ খানের পর্দার মা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই
#মুম্বই: শাহরুখ খানের অন্যতম ভাল ছবির তালিকা নিয়ে যদি চর্চা করা হয় ৷ তার মধ্যে স্বদেশ অন্যতম ভাল ছবি ৷ স্বদেশ ছবির কাবেরী আম্মা আলবিদা জানিয়ে চললেন ৮২ বছর বয়সে ৷ কিশোরী বল্লাল প্রয়াত হয়েছেন ৷ এই অভিনেত্রীর প্রয়াণের ফলে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে ৷ বেশ কিছুদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷
গতকালই অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তাঁর প্রয়াণ হয়েছে ৷ স্বদেশ ছবির নির্দেশক অশুতোষ গোয়ারিকর কিশোরী বল্লালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ষ তিনি তাঁর অফিসশিয়্যাল ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছেন মেরা দিল ট্যুট গয়া ৷ (আমার মন ভেঙে গিয়েছে) একই সঙ্গে আশুতোষ গোয়ারিকর জানিয়েছেন কিশোরী বল্লাল একজন দয়ালু, উদার,ভাল মানুষ ছিলেন ৷ তাঁর অনন্য অবদানের জন্য চিরদিনই মানুষের মনে বেঁচে থাকবেন তিনি ৷ #Swades ছবিতে #Kaveriamma নামক চরিত্রের জন্যই তিনি চিরকালই অমলিন থাকবেন ৷
advertisement
HEARTBROKEN! Terribly sad about the passing away of #KishoriBallal ji!! Kishori ji... you will be remembered for your generously kind, warm and affable persona! And your unforgettable performance as #Kaveriamma in #Swades !! You will surely be missed!! pic.twitter.com/DIAlnhLOgu
— Ashutosh Gowariker (@AshGowariker) February 18, 2020
advertisement
advertisement
১৯৬০ সালে চলচ্চিত্র জগতে তিনি পা রেখেছিলেন ৷ ২০০৪ সালে স্বদেশ ছবিতে শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন ৷ তবে তিনি শাহরুখ খানের পর্দার মা ৷ রিয়েল নয় রিল মা ৷ এরপর আইয়া, লফাঙ্গে পরিন্দে ছবিতেও অভিনয় করেছেন তিনি ৷ ভাল অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একজন ভরত নাট্যম শিল্পীও বটে ৷ কন্নর ছবি দিয়ে নিজের জীবনের যাত্রা শুরু করেছিলেন তিনি ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 19, 2020 11:44 AM IST