‘বারিশ’ গানে ভিজল দেশের এক কোটি লোক
Last Updated:
ইউটিউবে আসতেই লাইকের সংখ্যা লক্ষাধিক ৷ সেটা তো শুধু অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুরের হাফ গার্লফ্রেন্ড ছবির ট্রেলার ৷
#মুম্বই: ইউটিউবে আসতেই লাইকের সংখ্যা লক্ষাধিক ৷ সেটা তো শুধু অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুরের হাফ গার্লফ্রেন্ড ছবির ট্রেলার ৷ কিন্তু এই ছবির নতুন গান ‘বারিশ’ ইউটিউবে প্রকাশ পেতেই লাইকের সংখ্যা এক কোটিতে গিয়ে পৌঁছল ৷
শেষমেশ অপেক্ষার অবসান ৷ সামনে এল মোহিত সূরির নতুন ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’-এর ট্রেলার ৷ চেতন ভগতের লেখা বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ছবি নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা ৷
একঝলকেই কামাল করেছে মোহিতের হাফ গার্লফ্রেন্ড ৷ শ্রদ্ধা ও অর্জুনের কেমেস্ট্রি নজরে পড়ছে প্রতি সেকেন্ডে ৷ সঙ্গে অরিজিত সিংয়ের গান যে ছবিতে ম্যাজিক তৈরি করবে, তার আভাস পাওয়া গেল ট্রেলারেই ৷
advertisement
advertisement
লেখক চেতন ভগতের জনপ্রিয় বই হাফ গার্লফ্রেন্ড নিয়ে সিনেমা তৈরি করে ফেলেছেন পরিচালক মোহিত সূরি ৷ আর এই ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর ৷ মঙ্গলবার প্রকাশ পেয়েছে এই ছবির ফার্স্টলুক ৷ আর তা প্রকাশ পেতেই ইন্টারনেটে ভাইরাল হাফ গার্লফ্রেন্ড ৷
এই ছবির নায়িকা নির্বাচন নিয়েই আপাতত বিপাকে পড়েছিলেন মোহিত ৷ বলিউডের গুঞ্জনে রটেছিল, মোহিতের হাফ গার্লফ্রেন্ড হওয়া নিয়ে বচসায় মেতেছিলেন পরিণীতি ও শ্রদ্ধা ৷
advertisement
দু’জনেই নাকি আলাদা করে ফোন করতেন মোহিতকে ৷ মোহিতের বলেছিলেন, ‘পরিণীতি ও শ্রদ্ধার সঙ্গে কথা হয়েছে ৷ আরও কিছু নায়িকার সঙ্গে কথা হচ্ছে ৷ ছবির চিত্রনাট্যের সঙ্গে যে ফিট হবে, তাকেই কাস্ট করব ৷’ অন্যদিকে পুরো ব্যাপারটা নিয়েই মুখে কুলুপ এঁটেছিলেন পরিণীতি ও শ্রদ্ধা ৷ তবে এত কিছুর পর শ্রদ্ধাই এবার এই ছবির নায়িকা৷ ছবিটি মুক্তি পাবে ১৯ মে ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2017 3:23 PM IST