হোম /খবর /বিনোদন /
'কী অসম্ভব সেক্সি শানায়া', বলিউডের নতুন নায়িকার রূপে মুগ্ধ শাহরুখ-কন্যা!

Shanaya Kapoor: 'কী অসম্ভব সেক্সি শানায়া', বলিউডের নতুন নায়িকার রূপে মুগ্ধ শাহরুখ-কন্যা!

Shanaya Kapoor

Shanaya Kapoor

সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নেটপাড়ায় ভাইরাল শানায়ার সব ছবি (Shanaya Kapoor)।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউডে আর কয়েকদিনের মধ্যেই আত্মপ্রকাশ করতে চলেছেন সঞ্জয় কাপুর ও মহিপ কাপুরের মেয়ে শানায়া (Shanaya Kapoor)। এবং সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নেটপাড়ায় ভাইরাল শানায়ার সব ছবি (Shanaya Kapoor)। শুধু আম জনতাই নন, শানায়ার রূপে মুগ্ধ বি-টাউনের সেলেব সন্তানেরাও। সম্প্রতি শানায়া তাঁর নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবি নেটপাড়ায় রীতিমতো নজর কেড়েছে অনুরাগীদের। এবং সেই তালিকায় ঢুকে পড়েছে শাহরুখ খানের মেয়ে সুহানা খানও।

ছবি পোস্ট করে শানায়া লিখেছিলেন, 'একটু সূর্য, একটু মজা এবং কিছু ক্যামেরার পিছনের মুহূর্ত' (Shanaya Kapoor)। বলিউডের গ্ল্যামার কন্যাদের তালিকায় খুব তাড়াতাড়িই যে নাম লিখিয়ে ফেলবেন শানায়া, এই ছবি দেখে সে কথাই বলছেন ভক্তরা। তবে শুধু আম জনতাই নন, শানায়ার রূপে-গুণে মুগ্ধ বলিউডের সেলিব্রিটিরাও। শাহরুখ খানের মেয়ে সুহানা খান শানায়ার ছবিতে কমেন্ট করেছেন, 'কী অসম্ভব সেক্সি শানায়া'। শানায়ার মা মহিপও মেয়ের ছবি দেখে মুগ্ধতার ইমোজি শেয়ার করেছেন।

আরও পড়ুন: ২৫-এ পা জাহ্নবী কাপুরের, দেখুন শ্রীদেবী-কন্যার দুর্লভ সব ছবি

আরও পড়ুন: এই কালো দাগগুলির পিছনে রয়েছে বিড়ালের মুখ, মাথা ঝাঁকালে তবেই ধরা দেবে চোখে!

প্রতিশ্রুতি মতো এবার অভিনেতা সঞ্জয় কাপুর ও মহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুরকে বলিউডে নিয়ে আসছেন করণ। গত ৩ মার্চই সোশ্যাল মিডিয়ায় ধর্মা প্রোডাকশনের আগামী ছবি 'বেধড়ক'-এর ঘোষণা করেছেন করণ। সেখানে দেখা যাবে শানায়া কাপুরকে। শানায়ার পাশাপাশি অভিনয় করবেন লক্ষ্য এবং গুরফতেহ পিরজাদার। পরিচালনায় শশাঙ্ক খৈতান। সঞ্জয় কাপুর হলেন অভিনেতা অনিল কাপুরের ছোটভাই। ছবির নাম ঘোষণার পর থেকেই নেটমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন শানায়া।

কাকা অনিল কাপুর থেকে শুরু করে তুতো দাদা অর্জুন কাপুর, তুতো বোন জাহ্নবী কাপুর, বান্ধবী অনন্যা পাণ্ডে, সুহানা খান সকলেই শুভেচ্ছা জানিয়েছেন এই স্টারকিডকে। শানায়ার একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রাম পোস্টে করণ লিখেছেন, 'বেধড়ক'-এ শানায়ার চরিত্রে নাম নিমৃত। এক মোহময়ী শক্তির সন্ধান, অপেক্ষায় রয়েছি যে ধরনের শক্তি সে পর্দায় তুলে ধরবে।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Shanaya Kapoor, Suhana Khan