শ্রদ্ধার নাম জড়িয়েছে মাদক কান্ডে, এদিকে NCB অফিসারের চরিত্রে শক্তি কাপুর

Last Updated:

সুশান্ত সিংহ রাজপুতের রহস্য মৃত্যু তদন্তে নেমে মাদক যোগের খোজ পান তদন্তকারীরা।

#মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের রহস্য মৃত্যু তদন্তে নেমে মাদক যোগের খোজ পান তদন্তকারীরা। সেখান থেকেই একের পর এক জেরা এবং গ্রেফতার। সেই তালিকায় এবারে যুক্ত হয়েছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং দীপিকা পাডুকোনের নাম। মাদক যোগে শনিবার এই তিন অভিনেতাকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন NCB তদন্তকারীরা।বাজেয়াপ্ত করা হয় তাঁদের মোবাইল ফোন।
মেয়ের নাম মাদক কান্ডের সঙ্গে জড়ালেও,ঘটনা চক্রে শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুরকে এবারে দেখা যাবে এক NCB অফিসারের চরিত্রে।সুশান্তের মৃত্যু রহস্যের যে নানা ঘটনা, সেই নিয়েই তৈরী হচ্ছে নতুন ছবি 'ন্যায়- দ্যা জাস্টিস'। সেই ছবিতেই নারকোটিকস অফিসারের চরিত্রে থাকছেন শক্তি কাপুর।
ছবিতে আমন ভর্মা রয়েছেন ইডি অফিসারের চরিত্রে, সুধা চন্দ্রানকে দেখা যাবে সিবিআই আধিকারিকের ভূমিকায়। ছবিতে জুবের কে দেখা যাবে সুশান্তের চরিত্রে। ছবিতে নাম বদলে করা হয়েছে মহেন্দ্রা সিং। রিয়ার চরিত্রে  শ্রেয়া শুক্লা। ছবিতে নাম বদলে করা হয়েছে উর্বশী।  সারা আলি খান, কৃতি স্যানন এর চরিত্রেও রয়েছেন অভিনেতারা।ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে বলে খবর।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্রদ্ধার নাম জড়িয়েছে মাদক কান্ডে, এদিকে NCB অফিসারের চরিত্রে শক্তি কাপুর
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement