Shakib Khan: বেঞ্চে শুয়ে প্রথম পক্ষের ছেলে জয়, ঝাঁকড়া চুলে মাটিতে বসে শাকিব! ছবি শেয়ার হওয়া মাত্রই হইচই
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
বেঞ্চে শুয়ে জয়, ঝাঁকড়া চুলে মাটিতে বসে শাকিব খান! ছবি শেয়ার হওয়া মাত্রই জল্পনা
ফের জোড়া লাগতে পারে অপু বিশ্বাস শাকিব খানের সম্পর্ক। এমনই গুঞ্জন উঠেছে চারিদিকে। ফের নতুন রসায়ন দেখা গিয়েছে তাঁদের মধ্যে। ইদে ‘প্রিয়তমা’ মুক্তির পরেই আমেরিকায় উড়ান দিয়েছেন শাকিব। তবে শাকিব একা নন বিদেশে রয়েছেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী পুত্রও।
বেশ কিছুদিন ধরে আমেরিকায় রয়েছেন অপু বিশ্বাস ও তাঁর ছেলে জয়। মাঝে মধ্যেই বিদেশে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে অপু-শাকিবকে। তাঁদের একসঙ্গে দেখেই ফের এক হওয়ার জল্পনা তুঙ্গে উঠেছে।
advertisement
এই প্রথম আমেরিকা যাত্রা শাকিব পুত্র জয়ের। ফের ছেলের সঙ্গে কাটানো একটি বিশেষে মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলেন অভিনেতা।পুত্রের সঙ্গে এই ছবি শেয়ার করে শাকিব লিখেছেন, “আমার বাবার প্রথম ইউ এস ট্রিপ”
advertisement
advertisement
ছবিতে একটি বেঞ্চে নিশ্চিন্তে ঘুমচ্ছে একরত্তি জয়। আর ঝাঁকড়া চুল মাথায় নিয়ে মাটিতে বসে আছেন শাকিব। ছবিটি শেয়ার হওয়া মাত্রই খুশির ফোয়ারা উঠেছে দর্শক মহলে। পিতা-পুত্রকে একসঙ্গে দেখে বেশ খুশিই হয়েছেন নেটিজেনরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 8:33 PM IST