Toofan: পূর্বাভাস অনুযায়ী ঝলক মিলল 'তুফান'-এর! মারকাটারি অ্যাকশনে শাকিব-চঞ্চল দ্বৈরথ

Last Updated:

Toofan: সম্প্রতি মুক্তি পেল 'তুফান'-এর টিজার। এক মিনিট ২৮ সেকেন্ডের টিজার ধরে মারকাটারি অ্যাকশন, নায়ক-খলনায়ক দ্বৈরথ।

কলকাতা: কথা ছিল ‘তুফান’ আসবে। পূর্বাভাব অনুযায়ী ঝলক মিলল ‘তুফান’ থুড়ি শাকিব খানের। কাঁধ ছুঁইছুঁই চুল, চোখে-মুখে অদমনীয় রাগ-রুক্ষ্ণতা, হাতে অস্ত্র, এ হেন শাকিব যেন খানিক অচেনা। বাংলাদেশি পরিচালক রায়হান রাফির নতুন ছবিতে এভাবেই ধরা দেবেন ওপারে ‘কিং’।
সম্প্রতি মুক্তি পেল ‘তুফান’-এর টিজার। এক মিনিট ২৮ সেকেন্ডের টিজার ধরে মারকাটারি অ্যাকশন, নায়ক-খলনায়ক দ্বৈরথ। রায়হানের ছবির টিজারে যেমন নজর কেড়েছেন নায়কোচিত শাকিব, শেষের কয়েক মুহুর্তে চমকে দিয়েছেন চঞ্চলও। তাঁর তির্যক হাসি এবং একটি সংলাপই যেন শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেয়। পর্দায় শাকিব-চঞ্চল যুগলবন্দি চাক্ষুষ করতে মুখিয়ে দুই বাংলার দর্শক। চলতি বছরের ইদুল আজহায় মুক্তি পাবে ছবিটি।
advertisement
‘তুফান’-এ শাকিবের লুকের সঙ্গে অ্যানিম্যাল-এর রণবীরের মিল খুঁজে পেয়েছেন অনেকেই। তা নিয়ে সমালোচনাও হচ্ছে খানিক। তবে কয়েক সেকেন্ডের টিজারে যে অ্যাকশনের ঝলক মিলেছে, তা যেন ছবির প্রতি নির্মাতাদের যত্নেরই দলিল। শাকিবের শেষ দুই ছবি প্রিয়তমা এবং রাজকুমার ছিল রোম্যান্টিক ঘরানার। ‘তুফান’-এর হাত ধরে যেন নতুন রূপে প্রত্যাবর্তন নায়কের। অন্য দিকে, থ্রিলারে সিদ্ধহস্ত চঞ্চলও যেন নিজেকে ভেঙে নতুন ভাবে গড়েছেন।
advertisement
advertisement
ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘এসভিএফ বাংলাদেশ’, ‘আলফা-আই’ ও ‘চরকি’। গত বছর এই ছবির কথা ঘোষণা করা হয়। আপাতত প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় তুফান।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Toofan: পূর্বাভাস অনুযায়ী ঝলক মিলল 'তুফান'-এর! মারকাটারি অ্যাকশনে শাকিব-চঞ্চল দ্বৈরথ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement