রণবীর হবেন রাম, লক্ষণ শাহিদ !

Last Updated:

শাহরুখ-কাজলকে নিয়ে ‘দিলওয়ালে’ ডাহা ফ্লপ ! তবে তাতে খুব একটা দুশ্চিন্তায় নেই পরিচালক রোহিত শেট্টি ৷

#মুম্বই: শাহরুখ-কাজলকে নিয়ে ‘দিলওয়ালে’ ডাহা ফ্লপ ! তবে তাতে খুব একটা দুশ্চিন্তায় নেই পরিচালক রোহিত শেট্টি ৷ তাই তো ঘোষণা করে ফেললেন নতুন ছবির ৷ তবে রোহিতের এই নতুন ছবি, নতুন হয়েও পুরনো ! মানে রোহিত এবার মন দিয়েছেন রিমেক ছবিতে ৷ তাও আবার ১৯৮৯ সালের সুপারহিট ছবি ‘রাম-লক্ষণ’ !
‘রাম-লক্ষণ’ ছবির রিমেক করতে চলেছেন রোহিত শেট্টি ৷ আর সেই ছবিতে চমক হিসেবে রোহিত নিতে চলেছেন রণবীর সিং ও শাহিত কাপুরকে ৷ আর এই ছবিতে রণবীর হবেন রাম আর শাহিদ হবে লক্ষণ ৷ তবে দুই হিরো ঠিক হলেও, রণবীর আর শাহিদের জন্য নায়িকা এখনও ঠিক করে উঠতে পারেননি রোহিত ! চলছে খোঁজ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর হবেন রাম, লক্ষণ শাহিদ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement