Viral Video of Shah Rukh Khan:মুম্বই ছেড়ে রওনা হওয়ার মুখে শাহরুখ খানের এ কী অভিজ্ঞতা! দেখুন ভাইরাল ভিডিও...
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Viral Video of Shah Rukh Khan: এমনিতে পাপারাৎজিদের থেকে বরাবরই দূরত্ব বজায় রাখতে দেখা যায় শাহরুখকে। কিন্তু ওই দিনের এয়ারপোর্ট লুকে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
মুম্বই : নিজের ম্যানেজার এবং নিরাপত্তারক্ষীর টিমকে নিয়ে বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে পৌঁছেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। কিন্তু সেখানে পৌঁছতেই বিপত্তি। বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিক আটকালেন কিং খানের পথে। তবে সাধারণ নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষানিরীক্ষার জন্যই আটকানো হয়েছিল তাঁকে। এমনই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এমনিতে পাপারাৎজিদের থেকে বরাবরই দূরত্ব বজায় রাখতে দেখা যায় শাহরুখকে। কিন্তু ওই দিনের এয়ারপোর্ট লুকে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। পাপারাৎজিদের শেয়ার করা ওই ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, তাঁর পরনে কমফি প্যান্টস এবং কালো টি-শার্ট। আর টি-শার্টের উপর ‘ডানকি’ তারকা চাপিয়ে নিয়েছেন কালো একটা জ্যাকেট। চোখে কালো সানগ্লাস। এই সময় চুল বড় করছেন শাহরুখ। তাই সেই অবাধ্য চুলকে একটা হেডব্যান্ড ব্যবহার করে এক জায়গায় জড়ো করে রেখেছেন। অল-ব্ল্যাক লুকে যেন ডন অবতারে আগুন ঝরাচ্ছেন বলিউডের বাদশা!
advertisement
বরাবরের মতো শাহরুখের একটা ঝলক পেতে আশপাশের মানুষ যেন উন্মত্ত হয়ে উঠেছে। এমনকী তাঁকে দেখে হুড়োহুড়ি পড়ে যায় ফটোগ্রাফারদের মধ্যেই। সিকিওরিটি পোডিয়াম পর্যন্ত পৌঁছে যান তাঁরা। ফলে অভিনেতা বিনীতভাবে অনুরোধ জানিয়ে সকলকে সতর্ক থাকতে বলেন। আর তাঁর যাওয়ার পথ ছেড়ে দাঁড়ানোর জন্য অনুরোধও জানান তিনি। এর পর সাধারণ যাত্রীদের মতোই শাহরুখের কাছে তাঁর পরিচয়পত্র দেখতে চান বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। সঙ্গে সঙ্গে নিজের পরিচয়পত্র দেখান তিনি। গোটা সময়টায় অভিনেতার মুখে লেগে ছিল চওড়া একটা হাসি। এরপরেই তাঁকে ভিতরে প্রবেশ করার ছাড়পত্র দেন নিরাপত্তা আধিকারিকরা।
advertisement
advertisement
আরও পড়ুন : বন্য জন্তু দর্শনের পাশাপাশি বাউলগান-ছৌনাচ! অল্প খরচে বেড়ান এই অফবিট ঠিকানায়
আপাতত পরবর্তী ছবি ‘ডানকি’ মুক্তির জন্য অধীর অপেক্ষায় রয়েছেন শাহরুখ খান। চলতি বছরের বড়দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। শাহরুখ খানের পাশাপাশি ডানকি ছবিতে রয়েছেন একাধিক তাবড় তারকা। এঁদের মধ্যে রয়েছেন বোমান ইরানি, তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোছার এবং অনিল গ্রোভার। প্রত্যেকেই প্রাণবন্ত রঙিন চরিত্রে অভিনয় করবেন। জিও স্টুডিওস, রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং রাজকুমার হিরানি ফিল্মস নিবেদিত ‘ডানকি’ ছবিটি প্রযোজনা করেছেন রাজকুমার হিরানি এবং গৌরী খান। এই ছবির গল্প লিখেছেন অভিজাত জোশি, রাজকুমার হিরানি এবং কণিকা ধিলোঁ। এই ছবি মুক্তি পাওয়ার ফলে শাহরুখ খানও হ্যাটট্রিকের পথে। কারণ এই বছরে তাঁর আরও দু’টি ব্লকবাস্টার ছবি মুক্তি পেয়েছে — ‘জওয়ান’ এবং ‘পাঠান’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 5:12 PM IST