অনু্ষ্কার সঙ্গে দেখা করতে ইউরোপে শাহরুখ !

Last Updated:

না, এটা কোনও বলিউডের নতুন প্রেম কাব্য নয় ৷ বরং নতুন ছবির জন্য ইউরোপে উড়ে গেলেন বলিউডের বাদশা খান শাহরুখ !

#মুম্বই: না, এটা কোনও বলিউডের নতুন প্রেম কাব্য নয় ৷ বরং নতুন ছবির জন্য ইউরোপে উড়ে গেলেন বলিউডের বাদশা খান শাহরুখ ! আর এবার তাঁর নায়িকা অনুষ্কা শর্মা !
সলমনরে সঙ্গে জুটি বেঁধে অনুষ্কার ‘সুলতান’ বক্স অফিসে ঝড় তুলেছে ৷ ৩০০ কোটি ক্লাবে এন্ট্রি নিয়ে ফেলেছে এই ছবি ৷ সঙ্গে অনুষ্কা কিছুদিন আগেই শেষ করেছেন করণ জোহরের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ৷ করণের ছবিতে অনুষ্কা জুটি বেঁধেছেন রণবীর কাপুরের সঙ্গে ৷ আর এবার ইমতিয়াজ আলির হাত ধরে ফের পর্দায় আসতে চলেছেন শাহরুখ-অনুষ্কা জুটি ৷
advertisement
বলিউডের লড়াইটা অনুষ্কা শুরু করেছিলেন শাহরুখের সঙ্গে জুটি বেঁধেই ৷ যশরাজ ফিল্মসের ব্যানারে অনুষ্কার প্রথম ছবি ‘রব নে বানাদি জোড়ি’তে শাহরুখ-অনুষ্কা জুটি জনপ্রিয় হয়েছিল ৷ প্রশংসিত হয়েছিলেন অনুষ্কা ৷ এর পর আর পিছনে তাকাতে হয়নি অনুষ্কাকে ৷ একটার পর একটা হিট ৷
advertisement
প্রেম গুঞ্জনেও অনুষ্কা বরাবরই বিন্দাস এন্ট্রি নিয়েছেন ৷ কখনও রণবীর সিংয়ের সঙ্গে, তো কখনও আবার বিরাট কোহলি ৷ এমনকী, নিজে শুরু করেছেন প্রযোজনা সংস্থাও ৷
advertisement
শাহরুখের সঙ্গে ‘জব তক হ্যায় জান’ ছবিতেও দেখা গিয়েছিল অনুষ্কাকে ৷ সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফ !
ইমতিয়াজ আলি নাম না ঠিক হওয়া ছবিটির শ্যুটিং হবে ইউরোপে ৷ জানা গিয়েছে, একেবারে অন্যরকম এক লাভস্টোরি তৈরি করতে চলেছেন ইমতিয়াজ !
বাংলা খবর/ খবর/বিনোদন/
অনু্ষ্কার সঙ্গে দেখা করতে ইউরোপে শাহরুখ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement