মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করলে, ছেলেদের চরম শাস্তি দেবেন শাহরুখ !

মহিলাদের সম্মান দেখানোর ব্যাপারে বলিউডে শাহরুখ যে নজির দেখিয়েছেন তা আর হয়তো কেউ দেখিয়েছেন কিনা, তা জানা নেই ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: মহিলাদের সম্মান দেখানোর ব্যাপারে বলিউডে শাহরুখ যে নজির দেখিয়েছেন তা আর হয়তো কেউ দেখিয়েছেন কিনা, তা জানা নেই ৷ সিনেপর্দায় নিজের নামের আগে নায়িকাদের নাম ৷ পারিশ্রমিকের ব্যাপারেও নায়িকাদের যথেষ্ট মর্যাদা দিয়েছেন শাহরুখ খান ৷ তবে বেঙ্গালুরু-র শ্লীলতাহানি-র ঘটনার পর শাহরুখ যেন একটু বেশিই প্রতিবাদী হয়ে উঠলেন মেয়েদের ওপর নির্যাতনের ঘটনা প্রসঙ্গে ৷

    সম্প্রতি শাহরুখ এক ইংরেজি ম্যাগাজিকে সাক্ষাৎকার দিতে গিয়ে স্পষ্ট জানিয়েছেন, ‘আরিয়ান ও আব্রাম, আমার দুই ছেলেকে এমনভাবেই মানুষ করছি, যাতে তারা কখনই মেয়েদের অসম্মান না করে ৷ আমি তো আরিয়ান ও আব্রামকে স্পষ্টই জানিয়েছি, মহিলাদের সম্মান করতে শেখ ৷ মহিলারা তোমাদের কখনও বন্ধু নয়, যাদের সঙ্গে তুমি খোলাখুলি যা খুশি বলতে পার ৷’

    শুধু তাই নয়, শাহরুখ সাক্ষাৎকারে স্পষ্টই জানিয়েছেন, ‘কোনওদিন যদি আমার ছেলেরা এরকমটা করেন, তাহলে তাদের চরম শাস্তি দিতেও পিছপা হব না ৷ আমার মনে হয়, অভিভাবকরা, তাদের ছেলেদের সঠিক পদ্ধতিতে মানুষ করলেই, সমাজ ঠিক পথে চলবে৷ ’

    First published:

    Tags: Ariyan Khan, Bollywood, Shah Rukh Khan, Women