Dunki SRK: হিরানির বাড়ির সামনেই... ‘ডানকি’তে মুখ্য চরিত্র পাওয়ার জন্য এ কী করেছেন শাহরুখ!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Dunki SRK: ‘থ্রি ইডিয়টস’-এ ‘র্যাঞ্চো’ চরিত্রের জন্য প্রথমে বেছে নেওয়া হয়েছিল শাহরুখকেই। কিন্তু সময়ের সমস্যার কথা উল্লেখ করে তিনি সেই অফার প্রত্যাখ্যান করে দেন। এবং চরিত্রটি পরে আমিরের কাছে চলে যায়।
কলকাতা: ঠিক এক বছর আগে শাহরুখ খান এবং রাজকুমার হিরানি ‘ডানকি’ ছবিটি ঘোষণা করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, শাহরুখ পরিচালককে জিজ্ঞাসা করছেন, তাঁর কাছে ভাল চিত্রনাট্য আছে কিনা। এক বছর পরে মুক্তি পেল ‘ডানকি’ টিজার আর এখন প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অপেক্ষা করছে মাত্র। ঠিক এক মাস পরেই মুক্তি পাবে। এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত)-এ আক্স এসআরকে-তে এক ভক্ত শাহরুখ খানকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি নিজে পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন নাকি হিরানি তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
শাহরুখের রসবোধ তো সর্বদা জাগ্রত। তিনি উত্তরে বলেন, ‘আমি হিরানির বাড়ির বাইরে তাঁবু খাটিয়ে নিয়েছিলাম। ওখানেই গল্প শুনেছি, ওখানেই সই করে নিয়েছি ছবি। এডিটিংও ওখানেই চলছে।’
advertisement
প্রসঙ্গত, ‘থ্রি ইডিয়টস’-এ ‘র্যাঞ্চো’ চরিত্রের জন্য প্রথমে বেছে নেওয়া হয়েছিল শাহরুখকেই। কিন্তু সময়ের সমস্যার কথা উল্লেখ করে তিনি সেই অফার প্রত্যাখ্যান করে দেন। এবং চরিত্রটি পরে আমিরের কাছে চলে যায়। তারপর সুপারহিট হয় সেই ছবি। তখন থেকেই শাহরুখ রাজকুমার হিরানির সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন।
advertisement
এদিকে আজই প্রকাশ পেল ‘ডানকির নতুন গান। শাহরুখ খান এবং অরিজিৎ সিংয়ের জুটিতে আবারও মুগ্ধ হল দর্শক। নেটদুনিয়ায় শাহরুখ নিজেই লিখেছিলেন, তাঁর ছবিতে অরিজিতের গান থাকবে না, তা অসম্ভব। বুধবার ছবির প্রথম গান সামনে আনলেন স্বয়ং শাহরুখ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 8:11 PM IST