Dunki SRK: হিরানির বাড়ির সামনেই... ‘ডানকি’তে মুখ্য চরিত্র পাওয়ার জন্য এ কী করেছেন শাহরুখ!

Last Updated:

Dunki SRK: ‘থ্রি ইডিয়টস’-এ ‘র‍্যাঞ্চো’ চরিত্রের জন্য প্রথমে বেছে নেওয়া হয়েছিল শাহরুখকেই। কিন্তু সময়ের সমস্যার কথা উল্লেখ করে তিনি সেই অফার প্রত্যাখ্যান করে দেন। এবং চরিত্রটি পরে আমিরের কাছে চলে যায়।

'ডানকি' নিয়ে শাহরুখ-রাজকুমার
'ডানকি' নিয়ে শাহরুখ-রাজকুমার
কলকাতা: ঠিক এক বছর আগে শাহরুখ খান এবং রাজকুমার হিরানি ‘ডানকি’ ছবিটি ঘোষণা করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, শাহরুখ পরিচালককে জিজ্ঞাসা করছেন, তাঁর কাছে ভাল চিত্রনাট্য আছে কিনা। এক বছর পরে মুক্তি পেল ‘ডানকি’ টিজার আর এখন প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অপেক্ষা করছে মাত্র। ঠিক এক মাস পরেই মুক্তি পাবে। এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত)-এ আক্স এসআরকে-তে এক ভক্ত শাহরুখ খানকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি নিজে পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন নাকি হিরানি তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
শাহরুখের রসবোধ তো সর্বদা জাগ্রত। তিনি উত্তরে বলেন, ‘আমি হিরানির বাড়ির বাইরে তাঁবু খাটিয়ে নিয়েছিলাম। ওখানেই গল্প শুনেছি, ওখানেই সই করে নিয়েছি ছবি। এডিটিংও ওখানেই চলছে।’
advertisement
প্রসঙ্গত, ‘থ্রি ইডিয়টস’-এ ‘র‍্যাঞ্চো’ চরিত্রের জন্য প্রথমে বেছে নেওয়া হয়েছিল শাহরুখকেই। কিন্তু সময়ের সমস্যার কথা উল্লেখ করে তিনি সেই অফার প্রত্যাখ্যান করে দেন। এবং চরিত্রটি পরে আমিরের কাছে চলে যায়। তারপর সুপারহিট হয় সেই ছবি। তখন থেকেই শাহরুখ রাজকুমার হিরানির সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন।
advertisement
এদিকে আজই প্রকাশ পেল ‘ডানকির নতুন গান। শাহরুখ খান এবং অরিজিৎ সিংয়ের জুটিতে আবারও মুগ্ধ হল দর্শক। নেটদুনিয়ায় শাহরুখ নিজেই লিখেছিলেন, তাঁর ছবিতে অরিজিতের গান থাকবে না, তা অসম্ভব। বুধবার ছবির প্রথম গান সামনে আনলেন স্বয়ং শাহরুখ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dunki SRK: হিরানির বাড়ির সামনেই... ‘ডানকি’তে মুখ্য চরিত্র পাওয়ার জন্য এ কী করেছেন শাহরুখ!
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement