Valentine's Day: প্রথম প্রেম দিবসে প্রেমিকাকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ, শুনে হতবাক নেটপাড়া!
- Published by:Teesta Barman
Last Updated:
Valentine's Day: তাঁর ‘দো দিল’, ‘দিল সে’-এর গানগুলি শুনে আজ হয়তো কত মানুষ প্রেম করছেন সারা বিশ্বজুড়ে। আর এমন দিনে তাঁর প্রেম জীবনের নস্ট্যালজিয়ার অংশ হতে পেরে আনন্দ পেয়েছেন ভক্তরাও।
মুম্বই: প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে। সাধারণ মানুষ হোন বা তারকা, ১৪ ফেব্রুয়ারি মানে ভালবাসার দিন, প্রেমের দিন। বলিউডের কিং শাহরুখ খানও এই দিনে নিজের মনের মানুষের সঙ্গেই উদযাপন করেছেন। ৩৪ বছর আগে প্রথমবার গৌরী খানের সঙ্গে পালন করেছিলেন। তিনি তো রোম্যান্স কিং। প্রেমদিবসে তো যাঁর অভিনীত গান দিয়ে মানুষ প্রেম নিবেদন করেন, তিনি নিজে কী করেন জানতে আগ্রহী ভক্তরা।
প্রেম দিবসে ট্যুইটারে ‘আস্ক এসআরকে’ খেলায় নেমেছিলেন শাহরুখ। আর সেখানেই এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, ‘প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে আপনি গৌরী ম্যামকে কী দিয়েছিলেন?’
advertisement
প্রেমিক নায়কের উত্তর, ’৩৪ বছর আগের কথায আমার যদি ঠিক করে মনে থাকে, তা হলে গোলাপি রঙের প্লাস্টিকের একটি কানের দুল দিয়েছিলাম।’
advertisement
If I remember correctly it’s been what 34 years now….a pair of pink plastic earrings I think… https://t.co/pRY2jxl41B
— Shah Rukh Khan (@iamsrk) February 14, 2023
advertisement
প্রেম দিবসে তিনি কোন ছবি দেখতে পছন্দ করবেন, ‘পাঠান’ নাকি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’? শাহরুখ লিখলেন, ‘প্রেমের দিবস হবে পাঠান ডে’।
তাঁর ‘দো দিল’, ‘দিল সে’, ‘কাল হো না হো’, ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’-এর গানগুলি শুনে আজ হয়তো কত মানুষ প্রেম করছেন সারা বিশ্বজুড়ে। আর এমন দিনে তাঁর প্রেম জীবনের নস্ট্যালজিয়ার অংশ হতে পেরে আনন্দ পেয়েছেন ভক্তরাও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 5:53 PM IST