Shah Rukh Khan on IND vs AUS ICC World Cup 2023 Final : বিশ্বকাপ অধরা হলেও টুর্নামেন্টে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ শাহরুখের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shah Rukh Khan on IND vs AUS ICC World Cup 2023 Final : শাহরুখের মতে, এটা একটা খেলা। এবং যে কোনও ক্রীড়ার মতো এখানেও একটা বা দুটো দিন খারাপ যেতেই পারে
মুম্বই : পরাজয়েও ভারতীয় ক্রিকেট দলের পাশে শাহরুখ খান। বিশ্বকাপ অধরা হলেও রোহিত শর্মার বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন বাদশা। সোশ্যাল মিডিয়া এক্স-এ (পূর্বতন ট্যুইটার) পোস্ট করেছেন তাঁর মন ছুঁয়ে যাওয়া বার্তা। শাহরুখ লিখেছেন ‘‘সারা প্রতিযোগিতায় ভারত যেভাবে খেলেছে সেটা অত্যন্ত সম্মানজনক। যথেষ্ট খেলোয়াড়ি মানসিকতা ও একাগ্রতার পরিচয় রেখেছে টিম ইন্ডিয়া।’’
শাহরুখের মতে, এটা একটা খেলা। এবং যে কোনও ক্রীড়ার মতো এখানেও একটা বা দুটো দিন খারাপ যেতেই পারে। দুর্ভাগ্যজনক ভাবে সেটা ফাইনালেই হল। কিন্তু টিম ইন্ডিয়াকে ধন্যবাদ তাদের খেলোয়াড়সুলভ ঐতিহ্য দিয়ে আমাদের গর্বিত করার জন্য। কিং কানের বার্তার শেষে রয়েছে ‘‘তোমরা সারা দেশকে যথেষ্ট আনন্দ দিয়েছো। তোমাদের ভালবাসা ও সম্মান। তোমাদের জন্য আমরা গর্বিত।’’
advertisement
The way the Indian team has played this whole tournament is a matter of honour and they showed great spirit and tenacity. It’s a sport and there are always a bad day or two. Unfortunately it happened today….but thank u Team India for making us so proud of our sporting legacy in…
— Shah Rukh Khan (@iamsrk) November 19, 2023
advertisement
advertisement
প্রসঙ্গত নাইট রাইডার্স কর্ণধার রবিবার গিয়েওছিলেন আমদাবাদে। সাক্ষী ছিলেন ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের। আগাগোড়া টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করে গিয়েছেন ক্রিকেটভক্ত এই তারকা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের সন্ধ্যায় শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর তিন সন্তান-আরিয়ান, সুহানা এবং আব্রাম।
কাজের দিকেও শাহরুখের সময় এখন তুঙ্গে। ‘পঠান’ ও ‘জওয়ান’-এর তুমুল সাফল্যের পর এ বার মুক্তির অপেক্ষায় ‘ডঙ্কী’। তাপসী পন্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চর, অনিল গ্রোভার-সহ অন্যান্য কুশীলব অভিনীত এই সিনেমা আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে। তাঁর ভক্ত ও অনুরাগীরা অপেক্ষার প্রহর গুনছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 10:37 AM IST