Shah Rukh Khan on IND vs AUS ICC World Cup 2023 Final : বিশ্বকাপ অধরা হলেও টুর্নামেন্টে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ শাহরুখের

Last Updated:

Shah Rukh Khan on IND vs AUS ICC World Cup 2023 Final : শাহরুখের মতে, এটা একটা খেলা। এবং যে কোনও ক্রীড়ার মতো এখানেও একটা বা দুটো দিন খারাপ যেতেই পারে

নাইট রাইডার্স কর্ণধার রবিবার গিয়েওছিলেন আমদাবাদে
নাইট রাইডার্স কর্ণধার রবিবার গিয়েওছিলেন আমদাবাদে
মুম্বই : পরাজয়েও ভারতীয় ক্রিকেট দলের পাশে শাহরুখ খান। বিশ্বকাপ অধরা হলেও রোহিত শর্মার বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন বাদশা। সোশ্যাল মিডিয়া এক্স-এ (পূর্বতন ট্যুইটার) পোস্ট করেছেন তাঁর মন ছুঁয়ে যাওয়া বার্তা। শাহরুখ লিখেছেন ‘‘সারা প্রতিযোগিতায় ভারত যেভাবে খেলেছে সেটা অত্যন্ত সম্মানজনক। যথেষ্ট খেলোয়াড়ি মানসিকতা ও একাগ্রতার পরিচয় রেখেছে টিম ইন্ডিয়া।’’
শাহরুখের মতে, এটা একটা খেলা। এবং যে কোনও ক্রীড়ার মতো এখানেও একটা বা দুটো দিন খারাপ যেতেই পারে। দুর্ভাগ্যজনক ভাবে সেটা ফাইনালেই হল। কিন্তু টিম ইন্ডিয়াকে ধন্যবাদ তাদের খেলোয়াড়সুলভ ঐতিহ্য দিয়ে আমাদের গর্বিত করার জন্য। কিং কানের বার্তার শেষে রয়েছে ‘‘তোমরা সারা দেশকে যথেষ্ট আনন্দ দিয়েছো। তোমাদের ভালবাসা ও সম্মান। তোমাদের জন্য আমরা গর্বিত।’’
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত নাইট রাইডার্স কর্ণধার রবিবার গিয়েওছিলেন আমদাবাদে। সাক্ষী ছিলেন ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের। আগাগোড়া টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করে গিয়েছেন ক্রিকেটভক্ত এই তারকা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের সন্ধ্যায় শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর তিন সন্তান-আরিয়ান, সুহানা এবং আব্রাম।
কাজের দিকেও শাহরুখের সময় এখন তুঙ্গে। ‘পঠান’ ও ‘জওয়ান’-এর তুমুল সাফল্যের পর এ বার মুক্তির অপেক্ষায় ‘ডঙ্কী’। তাপসী পন্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চর, অনিল গ্রোভার-সহ অন্যান্য কুশীলব অভিনীত এই সিনেমা আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে। তাঁর ভক্ত ও অনুরাগীরা অপেক্ষার প্রহর গুনছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan on IND vs AUS ICC World Cup 2023 Final : বিশ্বকাপ অধরা হলেও টুর্নামেন্টে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ শাহরুখের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement