স্কুলের অ্যানুয়াল ডে-তে নাচ আব্রামের; চোখ ভরে দেখলেন, ক্যামেরাবন্দিও করলেন গর্বিত বাবা শাহরুখ
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
বলাই বাহুল্য যে, বৃহস্পতিবার সন্ধ্যায় ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের অ্যানুয়াল ডে-র অনুষ্ঠান রীতিমতো জমে উঠেছিল। সেখানে বসেছিল তারাদের হাট!
মুম্বই: সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বহু প্রতীক্ষিত অ্যানুয়াল ডে-র অনুষ্ঠান। আর সেখানে কনিষ্ঠ পুত্র আব্রামের পারফরম্যান্স চাক্ষুষ করে গর্বে রীতিমতো উজ্জ্বল হয়ে উঠেছিলেন স্বয়ং বলিউড সুপারস্টার শাহরুখ খান।
বলাই বাহুল্য যে, বৃহস্পতিবার সন্ধ্যায় ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের অ্যানুয়াল ডে-র অনুষ্ঠান রীতিমতো জমে উঠেছিল। সেখানে বসেছিল তারাদের হাট! উপস্থিত হয়েছিলেন বি-টাউনের প্রথম সারির জনপ্রিয় তারকারা। এঁদের মধ্যে অন্যতম হলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং করিনা কাপুর খান।
advertisement
advertisement
এই অ্যানুয়াল ডে-র উৎসবের জন্যই এক জায়গায় এক ছাদের তলায় জড়ো হয়েছিলেন বলিউডের নামীদামি তারকারা। সেখানকার ছবি আর ভিডিও হু-হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে উঠে এসেছে স্টার কিডদের গর্বিত মা-বাবাদের ছবি। খোশ মেজাজেই দেখা গেল অভিষেক-ঐশ্বর্য, করিনা এবং শাহরুখের মতো তারকাদের। এমনকী সব মা-বাবাদের মতো তাঁরাও নিজেদের সন্তানদের পারফরম্যান্স ক্যামেরাবন্দি করলেন। এদিকে আবার একটা ভাইরাল ভিডিও ক্লিপ সকলের নজর কেড়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, স্কুলের বাচ্চাদের সঙ্গেই নাচে মেতে উঠেছেন স্বয়ং বলিউড বাদশাহ।
advertisement
শাহরুখের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গৌরী খান এবং কন্যা সুহানা খানও। শুধু শাহরুখ-গৌরীই নন, অন্যান্য তারকা জুটিও হাজির ছিলেন সেখানে। এঁদের মধ্যে অন্যতম হলেন শাহিদ কাপুর-মীরা রাজপুত এবং রীতেশ দেশমুখ-জেনেলিয়া দেশমুখ। মীরা কাপুর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি মিষ্টি সেলফি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, আমার বাচ্চাদের জন্য! এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, মণীশ মালহোত্রার মতো ফ্যাশন আইকনেরা। ফলে স্কুলের অ্যানুয়াল ডে-র অনুষ্ঠানে যেন ছড়িয়ে পড়েছিল গ্ল্যামারের ছটা।
advertisement
আরও পড়ুন- ৩ দিন এই গ্রামে কোনও ‘শব্দ’ নেই! মানুষ নেই, পশু নেই…! সবাই গেল কোথায়? অবাক করা ঘটনা
এদিকে পুত্র আব্রামের স্কুলের অ্যানুয়াল ডে-তে সপরিবারেই দেখা গিয়েছিল শাহরুখকে। এরপর পুত্রের হাত ধরেই সেখান থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে তাঁদের। এর আগে গর্বিত বাবা শাহরুখ পুত্র আব্রামের কাজের কথা ভাগ করে নিয়েছিলেন। কীভাবে ‘মুফাসা’-র হিন্দি ভার্সনের ভয়েসওভার ডেবিউয়ের জন্য একরত্তি কঠোর পরিশ্রম করেছে, সেটাই তুলে ধরেছেন অভিনেতা। বলাই বাহুল্য যে, আব্রামের জন্য অন্যতম বড় মাইলফলক ‘দ্য লায়ন কিং’।
advertisement
যদিও এই বছরই প্রথম নয়, আগের বছর অর্থাৎ ২০২৩ সালেও স্কুলের অ্যানুয়াল ডে-তে দেখা গিয়েছিল আব্রামের পারফরম্যান্স। শাহরুখের সিগনেচার ভঙ্গি রিক্রিয়েট করেছিল সে। ঠিক বাবার মতো করে দু’পাশে হাত ছড়িয়ে বলে উঠেছিল – ‘গিভ মি আ হাগ, আই লাভ হাগস’। আর ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে শাহরুখের কালজয়ী ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির গান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi
First Published :
December 20, 2024 5:15 PM IST