Jawan Box Office Collection: ১১০৩ কোটি টাকা আয় করল 'জওয়ান', ভাঙল সমস্ত রেকর্ড, সপরিবারে ক্যামেরাবন্দি হলেন শাহরুখ খান
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Jawan Box Office Collection: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যেন রেকর্ড তৈরি করছে আর সেই রেকর্ড ভেঙে দিচ্ছে শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’। আসলে এটাই প্রথম হিন্দি ছবি, যা বক্স অফিসে ১১০০ কোটি টাকার মাইল ফলক ছুঁয়েছে।
কোভিড অতিমারীর কোপে পড়েছিল প্রেক্ষাগৃহগুলি। যার গভীর প্রভাব পড়েছে ছবির বক্স অফিসেও। এবার সেই পরিস্থিতিই আসতে আসতে ঘুরে দাঁড়াচ্ছে। আর ইতিমধ্যেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যেন রেকর্ড তৈরি করছে আর সেই রেকর্ড ভেঙে দিচ্ছে শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’। আসলে এটাই প্রথম হিন্দি ছবি, যা বক্স অফিসে ১১০০ কোটি টাকার মাইল ফলক ছুঁয়েছে। এরই মাঝখানে মুম্বইয়ে ক্যামেরাবন্দি হলেন স্বয়ং বলিউড বাদশা! তা-ও সপরিবার! সম্প্রতি প্রকাশ্যে এল সেই এক্সক্লুসিভ ছবি!
ওই ছবিতে দেখা গিয়েছে কলিনা বিমানবন্দরে পৌঁছেছেন শাহরুখ খান। সঙ্গে স্ত্রী গৌরী খান এবং কন্যা সুহানা খান। খান পরিবারের সদস্যদের সকলের পরনেই ডেনিম এবং টি-শার্ট। যদিও পাপারাৎজিদের জন্য অবশ্য দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিতে দেখা যায়নি কাউকেই। কারণ উড়ান ধরার তাড়া ছিল তাঁদের।এদিকে খুব শীঘ্রই জোয়া আখতারের ‘আর্চিস’ ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ-গৌরীর একমাত্র কন্যা সুহানা। তাঁর পাশাপাশি ওই ছবিতে দেখা যাবে শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকেও।
advertisement
advertisement
আরও পড়ুন- দুর্ঘটনা নাকি খুন? ফাঁস হয়ে গেল শ্রীদেবীর মৃত্যুর আসল কারণ! ভয়ঙ্কর সত্য সামনে আনলেন বনি কাপুর
সদ্যমুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবির সাফল্য উপভোগ করছেন অভিনেতা। তাঁর প্রোডাকশন হাউজ রেড চিলি-র তরফে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে যে, “শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সারা বিশ্বে বক্স অফিসে ১১০৩ কোটি টাকা আয় করেছে।” এমনকী ছবির একটি পোস্টার শেয়ার করে নির্মাতারা লেখেন, “ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটাই প্রথম হিন্দি ছবি, যা গোটা বিশ্বে ১১০০ কোটি টাকার গ্রস বক্স অফিস কালেকশনকেও ছাপিয়ে গিয়েছে। সেই পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে যে, ‘জওয়ান’ প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে এবং তা ভেঙেও দিচ্ছে!”
advertisement
শাহরুখ খানের এই ঐতিহাসিক সাফল্যের প্রসঙ্গে অভিনেতা অক্ষয় কুমার বলেন যে, “আসলে ‘জওয়ান’ এবং ‘গদর ২’-এর মতো ছবির সাফল্য আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ভাল। আমার আশা, ইন্ডাস্ট্রিতে আরও বেশি বেশি করে হিট ছবি তৈরি হোক। শাহরুখ খানের ‘জওয়ান’ এতটা ব্যবসা করেছে দেখে আমি যারপরনাই ভীষণই আনন্দিত। ‘গদর ২’ এবং ‘ওএমজি ২’-এর মতো অন্যান্য ছবিও ভাল ফল করেছে। যা ইন্ডাস্ট্রির জন্য বেশ আশাব্যঞ্জক।” তিনি আরও বলেন যে, “১০০০ কোটি একটা বেঞ্চমার্ক। এটা অসাধারণ ব্যাপার। আমি আশা করি যে, আমরা ২-৩ হাজার কোটি টাকার ছবিও তৈরি করতে পারব। এরপর আমরা হলিউডের মতো ছবিও তৈরি করব!”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 2:44 PM IST