Pathaan Teaser: ভক্তদের জন্য 'রিটার্ন গিফ্ট'! শাহরুখের জন্মদিনেই মুক্তি পেল 'পাঠান' ছবির টিজার, শেয়ার করলেন কিং খান স্বয়ং
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Pathaan Teaser: চার বছর পরে ফের বড় পর্দায় শাহরুখ৷ তবে পাঠানে তাঁর রূপ দেখে হতবাক দর্শকেরা৷ এমন অবতারে আগে কখনও দেখা যায়নি তাঁকে৷
#মুম্বই: জন্মদিনে ভক্তদের রিটার্ন গিফ্ট দিলেন শাহরুখ৷ কিং খানের বহুল প্রত্যাশিত কাম ব্যাক ফিল্ম পাঠানের প্রথম টিজার প্রকাশিত হল অবশেষে৷ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকেই আসন্ন ছবির টিজার শেয়ার করেন শাহরুখ৷ ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।
Apni kursi ki peti baandh lijiye…#PathaanTeaser OUT NOW! Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you on 25th January, 2023. Releasing in Hindi, Tamil and Telugu. @deepikapadukone | @TheJohnAbraham | #SiddharthAnand | @yrf pic.twitter.com/eZ0TojKGga
— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2022
advertisement
advertisement
চার বছর পর মুখ্য ভূমিকায় ফিরছেন শাহরুখ৷ তাঁকে শেষ দেখা গিয়েছিল জিরোতে, যা মুক্তি পায় ২০১৮-য়। আগামী বছরের ২৫ জানুয়ারি পাঠান মুক্তি পাওয়ার কথা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি মুম্বই, স্পেন এবং দুবাইয়ে শুট করা হয়েছে। এটি জনের সঙ্গে শাহরুখের প্রথম ছবি চিহ্নিত করে।
advertisement
জন্মদিনে রয়েছে আরও এক চমক, রুপোলি পর্দায় ফের দেখা যাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (DDLJ)। যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি। যশ রাজ ফ্লিম ২ নভেম্বর শাহরুখ খান-অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আবার রিলিজ করবে৷ নিজের সোশ্য়াল মিডিয়াতে পোস্ট করেছে প্রোডাকশন কোম্পানী। সিনেমার ইতিহাসে দীর্ঘতম চলমান চলচ্চিত্র৷ এটি YRF বানিয়েছে, তাই তাঁরা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে পুনরায় মুক্তি দেবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2022 11:47 AM IST