Shah Rukh Khan: ‘সমস্ত যুগেই আমি ভারতীয়’; CNN-News18-এর পুরস্কার বিতরণী মঞ্চে আবেগেপ্রবণ কিং খান
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Indian Of The Year 2023: CNN-News18-এর তরফে গত ১০ জানুয়ারি বলিউড বাদশার হাতে তুলে দেওয়া হয় ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’। সব থেকে বড় অ্যাওয়ার্ডটি নিজের হাতে তুলে নেওয়ার পরই এমন ধারালো মন্তব্য করেন শাহরুখ।
নয়াদিল্লিঃ শাহরুখ খান ভারতীয়। ভারতীয় ছিলেন আর ভারতীয়ই থাকবেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তামাম নাগরিকের হৃদয়ে হিল্লোল তোলা ভারতীয় নায়ক বুধবার সন্ধ্যায় আবেগঘন কণ্ঠে উচ্চারণ করলেন প্রায় এমনই কয়েকটি শব্দবন্ধ।
আসলে CNN-News18-এর তরফে গত ১০ জানুয়ারি বলিউড বাদশার হাতে তুলে দেওয়া হয় ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’। ওই পুরস্কার বিতরণী মঞ্চে সব থেকে বড় অ্যাওয়ার্ডটি নিজের হাতে তুলে নেওয়ার পরই এমন ধারালো মন্তব্য করেন শাহরুখ।
advertisement
advertisement
প্রায় ১০ মিনিটের দীর্ঘ বক্তৃতায় বেশ কয়েকটি বিষয়কে ছুঁয়ে গিয়েছেন তিনি। তার মধ্যে যেমন রয়েছে তাঁর গত কয়েক বছরের ফ্লপ ছবিগুলির কথা, তাঁর বিরতি, তাঁর পরিবারের সংগ্রাম এবং অবশ্যই ২০২৩ সালে তাঁর সাফল্যের কথাও। কিন্তু সেখানেই থামেননি কিং খান। এরপরেই তিনি একটি ‘দুঃসাহসী’ মন্তব্য করতে চান বলে জানান নিজে। তিনি তাঁর বক্তব্যে জানান, শুধুমাত্র ২০২৩ সালের জন্যই যে তিনি ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’, এমনটা মনে করেন না। তিনি সর্বদাই সেরা ভারতীয় ছিলেন এবং আগামী বছরগুলিতেও তাই থাকবেন।
advertisement
তাঁর কথায়, ‘আমি কিছু দুঃসাহসী মন্তব্য করতে চাই, আমি আমার বক্তৃতা লিখে এনেছি কারণ এটা তিন থেকে চারবার পড়ে দেখেছি, যাতে এমন কিছু বলে না ফেলি যা খুব হাস্যকর শোনায় বা ভুল হয়ে যায়। শেষ পর্যন্ত এই ক’টা কথাকেই বেছে নিয়েছি। তবে আমি এখন এমন কিছু বলতে চাই, যা খুব, খুব দৃপ্ত বলে মনে হতে পারে।’
advertisement
ঠিক এই সময় দৃশ্যতই আবেগপ্রবণ হয়ে পড়েন শাহরুখ। তিনি বলেন, ‘আমি নিজেকে শুধু বর্ষসেরা ভারতীয় বলেই মনে করি না, আমি অতীতের সমস্ত বছরগুলিতে ভারতীয় ছিলাম এবং আমি আগামী বছরগুলিতেও ভারতীয়ই থাকব৷ আমি আসলে, সমস্ত প্রজন্মের কাছেই ভারতীয়।’
এরই পাশাপাশি শাহরুখ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা টেলিভিশনে দেখছেন, যাঁরা এই বছর আমার চলচ্চিত্র দেখতে এসেছেন, কেউ কেউ হয়তো অপছন্দ করেছেন, তবে তাঁরা এসেছেন। সকলকে নতমস্তকে ধন্যবাদ জানাই। আমাকে একজন তারকা হিসেবে গড়ে তোলার জন্যও ধন্যবাদ জানাই।’
advertisement
CNN-News18-র ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’ এমন একটি উদ্যোগ যা, ভারতীয় কীর্তিমানদের স্বীকৃতি দেয়। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং জাতির উপর গভীর প্রভাব ফেলার কারণেই এই স্বীকৃতি। এবার এটি ত্রয়োদশ বর্ষ উদযাপন করল। ২০০৬ সাল থেকে CNN-News18-এর ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’ টেলিভিশনের বিশ্বের সবচেয়ে বড় পুরষ্কার হিসাবে স্বীকৃতি পাচ্ছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2024 11:31 AM IST