নেদারল্যান্ডসে গিয়ে কেন উষ্ণতা চাইছেন শাহরুখ !

Last Updated:

এমনিতে তিনি বলিউডের বাদশা খান ৷ মেজাজটাও তাঁর বাদশার মতোই ৷ তাই হয়তো, বাদশাদের মতোই উপহার পেতে পছন্দ করেন

#মুম্বই: এমনিতে তিনি বলিউডের বাদশা খান ৷ মেজাজটাও তাঁর বাদশার মতোই ৷ তাই হয়তো, বাদশাদের মতোই উপহার পেতে পছন্দ করেন শাহরুখ খান ৷ কেউ তাঁকে উপহার দিতে চাইলে, শাহরুখের মুখে না নেই ! না একথা গুঞ্জন নয়, শাহরুখই স্বীকার করেছেন বহুবার ৷ তবে এবার নেদারল্যান্ডে গিয়ে যা উপহার পেলেন, তাতে খুবই খুশি শাহরুখ !
ইমতিয়াজ আলি-র নতুন ছবি ‘দ্য রিং’-এর শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন শাহরুখ খান ৷ এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে ৷
শাহরুখ খান সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি আপলোড করে জানিয়েছেন, ‘দারুণ ঠান্ডা এখানে ৷ উষ্ণ আলিঙ্গন চাই, নয়তো লেদার জ্যাকেট !’
advertisement
শাহরুখের ইনস্টাগ্রাম দেখেই শাহরুখের অনুরাগীরা শাহরুখকে পাঠিয়ে দিলেন লেদার জ্যাকেট ! আর অজস্র ভালোবাসা !
advertisement
আরও পড়ুন
শাহরুখ এখন খুব ব্যস্ত ! কোনও দিকে তাকানোর জো নেই বাদশা খানের ৷ পাইপ লাইনে একের পর এক ছবি ৷ মুক্তি পাওয়ার জন্য একেবারে তৈরি ‘রইস’ ৷ অন্যদিকে শ্যুটিং শেষ পরিচালক গৌরি সিন্ডের ‘ডিয়ার জিন্দেগি’ ৷ আর সে ছবি শেষ না হতেই ফের ছবির শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন শাহরুখ খান৷
advertisement
কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে শাহরুখ খান উড়ে গিয়েছিলেন নিজের ছেলে আরিয়ানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে ৷ তারপর সেখানে আর দেরি করেননি শাহরুখ ৷ ছেলেকে ছেড়ে সোজা পৌঁছে গিয়েছেন প্রাগে ৷ সেখানেই চলছে পরিচালক ইমতিয়াজ আলির নতুন ছবির শ্যুটিং ৷ আর এই ছবিরই আপাতত শ্যুটিংয়ে ব্যস্ত শাহরুখ খান ৷
সম্প্রতি সেই শ্যুটিংয়ের ছবিই ইনস্টাগ্রামে আপলোড করা হল ৷ ছবিতে দেখা গেল গলায় টাই, নীল শার্ট ও কোর্ট পরে একেবারে কুল কায়দায় শাহরুখ ৷ চলছিল ছবির একটি গানের শ্যুটিং ৷
advertisement
আরও পড়ুন
এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে অনুষ্কা শর্মাকে ৷ জানা গিয়েছে, ছবির গল্প একেবারেই প্রেমের ৷ ইমতিয়াজের কথায়, এরকম ধরণের চরিত্রে আগে কখনও দেখা যায়নি শাহরুখকে ৷
ছবির শ্যুটিংয়ে ইউরোপে উড়ে গিয়েছেন শাহরুখ খান ৷ ইউরোপেতেই রয়েছেন অনুষ্কা শর্মা ৷ সঙ্গে অবশ্যই রয়েছেন পরিচালক ইমতিয়াজ আলি ৷ সবাই ব্যস্ত নতুন ছবির শ্যুটিংয়ে ৷
advertisement
খবরে ছিল আগেই অনুষ্কা শর্মা ও শাহরুখ ফের জুটি বাঁধতে চলেছেন ৷ আর এবার ছবির পরিচালক ইমতিয়াজ আলি ! তবে এতদিন ছবি নিয়ে কোনও ধরণেই আপডেটই দিচ্ছিলেন না ইমতিয়াজ ৷ কৌতুহল বাড়িয়ে তোলার জন্যই নানা ভাবে এড়িয়ে যাচ্ছিলেন ছবির নানা কথা ৷ এমনকী, জানাচ্ছিলেন না ছবির নামও ৷
শেষমেশ ইমতিয়াজ মুখ খুললেন, ইউরোপের শ্যুটিং ফ্লোর থেকেই জানিয়ে দিলেন শাহরুখ ও অনুষ্কাকে নিয়ে তৈরি হওয়া ছবির নাম ‘দ্য রিং’ ! তা ছবির নাম ‘রিং’ কেন? শোনা গিয়েছে, এই ছবি একেবারেই নাকি রোমান্টিক ছবি ৷ তবে অন্যরকম প্রেমের গল্পই বলা হবে এই ছবিতে ৷ আর এই নামের মধ্যেই নাকি লুকিয়ে রয়েছে ছবির গোটা গল্প !
বাংলা খবর/ খবর/বিনোদন/
নেদারল্যান্ডসে গিয়ে কেন উষ্ণতা চাইছেন শাহরুখ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement