Home /News /entertainment /
শ্যুটিং ফ্লোরে ভাঙল ছাদ, অল্পের জন্য বাঁচলেন শাহরুখ খান !

শ্যুটিং ফ্লোরে ভাঙল ছাদ, অল্পের জন্য বাঁচলেন শাহরুখ খান !

বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন শাহরুখ খান ৷ শাহরুখের শ্যুটিং ফ্লোরে, শ্যুটিং চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে স্টুডিও-র ছাদ ৷

 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন শাহরুখ খান ৷ শাহরুখের শ্যুটিং ফ্লোরে, শ্যুটিং চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে স্টুডিও-র ছাদ ৷ অল্পের জন্য প্রাণ রক্ষা পায় শাহরুখ খানের ৷ আনন্দ এল রাইয়ের নতুন ছবির শ্যুটিংয়েই এই দুর্ঘটনা ঘটে ৷ তবে ছাদ ভেঙে পড়ায় শাহরুখ বেঁচে গেলেও, আহত হন ইউনিটের দু’জন !

  শ্যুটিং ইউনিটের এক সদস্যের কথা অনুযায়ী, ‘শ্যুটিং শুরু হওয়ার প্রস্তুতি চলছিল ৷ ওই সময়ই নতুন করে তৈরি হওয়া স্টুডিও-র ছাদ হঠাৎই ভেঙে পড়ে ৷ অল্পের জন্য বেঁচে যান শাহরুখ খান ৷ ভেঙে যাওয়া অংশের কিছুটা দূরেই বসে ছিলেন তিনি ৷ তবে এই ঘটনায় আহত হয়েছে দু’জন ৷ তাঁদের অবশ্য সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ৷ তবে তাঁদের চোট খুব একটা গুরুতর নয় ৷’

  এর আগে বহুবার শ্যুটিং ফ্লোরে আহত হয়েছেন শাহরুখ খান ! তবে এবারটি অল্পের জন্য রক্ষা পেলেন শাহরুখ খান !

  First published:

  Tags: Bollywood, Mumbai, Shah Rukh Khan, Shooting floor