শাহরুখ, অক্ষয়, সলমন, বিশ্বের বড়লোক নায়কের তালিকায় !

Last Updated:

মোটামুটি এটা তো হল পরিষ্কার, যে লড়াইটা শুধু বলিউড বক্স অফিস নয় ৷ বরং পারিশ্রমিক নিয়েও যে বলিউডি নায়কদের মধ্যে ঠান্ডা লড়াই রয়েছে

#মুম্বই: মোটামুটি এটা তো হল পরিষ্কার, যে লড়াইটা শুধু বলিউড বক্স অফিস নয় ৷ বরং পারিশ্রমিক নিয়েও যে বলিউডি নায়কদের মধ্যে ঠান্ডা লড়াই রয়েছে তা মোটামুটি স্পষ্ট হয়ে গেল, ফোর্বসের তালিকায় ৷
প্রথমে দীপিকা পাড়ুকোন ৷ আর এবার সলমন, শাহরুখ, অক্ষয় ৷ অন্যান্য সব হিরোইনকে পিছনে ফেলে দীপিকা পাড়ুকোন এখন গোটা বিশ্বের বড়লোক নায়িকাদের মধ্যে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন ৷ আর এবার নায়কদের মধ্যে বিশ্বের ২০ জন বড়লোক নায়কদের মধ্যে একেবারে পর পর জায়গা করে নিলেন সলমন, শাহরুখ ও অক্ষয় ৷
advertisement
ফোর্বসের তালিকা অনুযায়ী, এ ব্যাপারে সলমনই সেরা ৷ তারপর রয়েছেন শাহরুখ ও অক্ষয় ৷ এমনকী, লিস্টে রয়েছে অমিতাভও ৷
advertisement
বক্স অফিসের হিসেব কষলে, গত দু’বছরে সলমনের ঝুলিতে দুটো বিগ হিট ৷ বক্স অফিসে তুফান তুলেছিল সলমনের ‘বাজীরাও মস্তানি’ ৷ আর সে রেশ কাটতে না কাটতেই বক্স অফিসে ফের ঝড় তুললেন সলমন খান ৷ অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে এবার ‘সুলতান’ ৷
advertisement
অন্যদিকে শাহরুখ কিন্তু বক্স অফিসের লড়াইয়ে পিছিয়েই আছেন ৷ একদিকে প্রায় মুখ থুবরে পড়ে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’, তো অন্যদিকে বছরের শুরুতেই ‘ফ্যান’ একেবারে ফ্লপ ৷ সব মিলিয়ে বক্স অফিসে শাহরুখ কিছু না করতে পারলেও, পারিশ্রমিকের দিক থেকে শাহরুখ কিন্তু বাজিমাত করেছেন ৷
তবে অক্ষয় কুমার স্লো বাট স্টেডি ! বক্স অফিসে একের পর এক ছবি তার সুপারহিট ৷ ‘বেবি’, ‘এয়ারলিফ্ট’ আর এখন ‘রুস্তম’ ৷ নিজের মতো করে জায়গা বানিয়ে নিয়েছেন অক্ষয় কুমার ৷
advertisement
ফোর্বসে দেওয়া তথ্য অনুযায়ী, শাহরুখ খানের বাৎসরিক আয় ৩৩ মিলিয়ান মার্কিন ডলার ৷ আর শাহরুখ রয়েছেন ৮ নম্বরে ৷ অক্ষয় কুমারের বাৎসরিক আয় ৩১.৫ মিলিয়ান মার্কিন ডলার, তিনি রয়েছেন ১০ নম্বরে ৷ সলমন খান রয়েছেন ১৪ নম্বরে, বাৎসরিক আয় ২৮.৫ মিলিয়ান মার্কিন ডলার ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখ, অক্ষয়, সলমন, বিশ্বের বড়লোক নায়কের তালিকায় !
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement