পাশে নেই পরিবার, এক চিলতে ভাড়ার ফ্ল্যাটে চরম আর্থিক সঙ্কটে জনপ্রিয় অভিনেত্রী আজ অসুস্থ

Last Updated:

তীব্র আর্থিক সঙ্কটে প্রবীণ অভিনেত্রী সবিতা বাজাজ (Savita Bajaj) ৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর সব সঞ্চয় শেষ হয়ে গিয়েছে ৷

মুম্বই : তীব্র আর্থিক সঙ্কটে প্রবীণ অভিনেত্রী সবিতা বাজাজ (Savita Bajaj) ৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর সব সঞ্চয় শেষ হয়ে গিয়েছে ৷ চিকিৎসার খরচ চালানোর টাকা পর্যন্ত তাঁর কাছে নেই ৷ সাক্ষাৎকারে সরাসরি অর্থসাহায্য চেয়েছেন তিনি ৷ গত এপ্রিলে তিনি আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে ৷ ২২ দিন ভর্তি ছিলেন হাসপাতালে ৷ সম্প্রতি আবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ জীবনধারণের জন্য কোনও অবলম্বনই তাঁর কাছে অবশিষ্ট নেই ৷
শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন সবিতা ৷ জানিয়েছেন, চিকিৎসার জন্য খরচ হয়ে গিয়েছে সব সঞ্চয় ২০১৬ সালে একবার দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন এই অভিনেত্রী ৷ তখন তাঁকে ১ লক্ষ টাকা সাহায্য করেছিল রাইটার্স অ্যাসোসিয়েশন ৷ সিনটা-র কাছ থেকেও ৫০ হাজার টাকা সাহায্য পেয়েছিলেন ৷ কিন্তু এখন তিনি কাজ করার মতো অবস্থায় নেই ৷ জানিয়েছেন সবিতা ৷
advertisement
বর্ষীয়ান অভিনেত্রীর আক্ষেপ, তাঁর পাশে দাঁড়ানোর মতো আজ কেউ নেই ৷ এক সময় প্রচুর উপার্জন করেছিলেন, যাঁদের প্রয়োজন, তাঁদের জন্য খরচও করেছিলেন ৷ কিন্তু আজ তাঁর দায়িত্ব নিতে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ সবিতার ৷
advertisement
ন্যাশনাল স্কুল অব ড্রামা-র প্রাক্তনী সবিতা ৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ৷ তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘নিশান্ত’, ‘নজরানা’ এবং ‘বেটা হো তো অ্যায়সা’৷ ‘নুক্কড়’, ‘মায়কা’, ‘কবচ’-সহ বেশ কিছু টেলিভিশন শো-এও কাজ করেছেন তিনি ৷
advertisement
২৫ বছর আগে মুম্বই ছেড়ে তিনি চলে যান নিজের শহর, দিল্লিতে ৷ তবে বর্তমানে তিনি মুম্বইয়ের একটি এক কামরার ফ্ল্যাটে ভাড়া থাকেন ৷ রাইটার্স অ্যাসোসিয়েশন থেকে ৫ হাজার এবং সিনটা-র তরফে তাঁকে আড়াই হাজার টাকা সাহায্য করা হয় প্রতি মাসে ৷ ওইটুকুই সবিতার মাসের খরচ চালানোর অন্যতম সম্বল ৷ প্রসঙ্গত কিছু দিন আগে আর এক অভিনেত্রী শগুফতা আলি জানিয়েছেন তিনিও চরম আর্থিকসঙ্কটের শিকার ৷
advertisement
সবিতার সমস্যার কথা শুনেছেন অভিনেতা শচীন পিলগাঁওকর ৷ ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত রাজ্যশ্রী প্রোডাকশন্সের ছবি ‘নদীয়া কে পার’-এ সবিতার সঙ্গে অভিনয় করেছিলেন শচীন ৷ তবে তিনি কিছুটা হলেও অভিযোগের আঙুল তুলেছেন সবিতার দিকেও ৷ শচীনের কথায়, অভিনয়ের মতো অনিশ্চিত পেশায় সকলেরই অর্থসঞ্চয় করা দরকার ৷ একইসঙ্গে তাঁর দাবি, তিনি কাউকে অভিযুক্ত করছেন না ৷ সবিতার কাছে অর্থসাহায্য পৌঁছক, সেই আর্জিও জানিয়েছেন অভিনেতা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাশে নেই পরিবার, এক চিলতে ভাড়ার ফ্ল্যাটে চরম আর্থিক সঙ্কটে জনপ্রিয় অভিনেত্রী আজ অসুস্থ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement