আমার ভাগ্যটাই এমন, ওকে শেষ বার দেখতে পেলাম না! ঐন্দ্রিলার মৃত্যুতে বিধ্বস্ত সৌরভ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
আপাতত সৌরভ কলকাতা থেকে বহু যোজন দূরে। থাইল্যান্ডে ছবির শ্যুটে ব্যস্ত। কিন্তু রবিবার বিদেশে বসে স্মৃতি পাতা উল্টে চলেছেন তিনি।
#কলকাতা: জীবন-মৃত্যুর দড়ি টানাটানিতে হেরে গেলেন ঐন্দ্রিলা শর্মা। থেমে গেল দীর্ঘ ২০ দিনের লড়াই। বছর ২৪-এর অভিনেত্রীর এই অসম লড়াইয়ে সব্যসাচী চৌধুরীর সঙ্গেই তাঁর সর্ব ক্ষণের সঙ্গী ছিলেন আরও একজন। অভিনেতা সৌরভ দাস। আপাতত তিনি কলকাতা থেকে বহু যোজন দূরে। থাইল্যান্ডে ছবির শ্যুটে ব্যস্ত। কিন্তু রবিবার বিদেশে বসে স্মৃতি পাতা উল্টে চলেছেন তিনি। ভুলেছেন ব্যস্ততা।
নিউজ18 বাংলাকে সৌরভ বললেন, "দু'দিন পরেই ফেরার কথা ছিল। ভেবেছিলাম মিষ্টিকে (ঐন্দ্রিলা) তখন দেখব। কিন্তু আমার ভাগ্যটাই এরকম। শেষ বার আর ওকে দেখতে পেলাম না। আমি ফেরার আগেই ও চলে গেল।"
advertisement
advertisement
দুঃসময়ে সব্যসাচীর ঢাল হয়েছিলেন সৌরভ। বন্ধুর সঙ্গে হাসপাতালেই দিন কেটেছে তাঁর। সৌরভের কথায়, "এই দু'তিন দিন প্রচুর মানুষ সব্যসাচীকে ঘিরে থাকবেন। অনেকে আবার লোক দেখাতে সমবেদনা জানাবেন। সেই পর্ব মিটুক। তার পর আমি ওর কাছে যাব। আমার ভাইয়ের খেয়াল রাখব।"
advertisement
আপাতত সৌরভের ঠিকানা থাইল্যান্ড। সব্যসাচী রয়েছেন কলকাতায়। অগত্যা যোগাযোগের জন্য ফোনটুকুই ভরসা। সৌরভ বললেন, "সব্যর সঙ্গে আমার কথা হচ্ছে। আমি চাই না ওকে কেউ বিব্রত করুক। তাই বাকিদের সঙ্গেও আমিই কথা বলছি। কোনও একজনকে তো কথাবার্তা বলতে হবে..."
Location :
First Published :
November 20, 2022 5:34 PM IST