Satish Kaushik Death: আমি মরতে চাই না! কিন্তু... মৃত্যুর আগে ম্যানেজারকে কী বলেন সতীশ? চোখে জল আসবে শুনে!
- Published by:Teesta Barman
Last Updated:
Satish Kaushik Death: এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি বলিউড। তারই মাঝে ৮ মার্চের রাতের ঘটনা খোলসা করেন অভিনেতার ম্যনেজার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সতীশের ম্যানেজার সন্তোষ মর্মান্তিক ঘটনার কথা জানান।
মুম্বই: ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। তার মাত্র দেড় দিন আগেই হোলির রঙে মেতে উঠেছিলেন সতীশ। ৭ মার্চ জুহুতে জানকি কুটিরে বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে পার্টি করেছিলেন অভিনেতা। তার ছবি নিজেই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার একদিন পরই দিল্লিতে চলন্ত গাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি বলিউড। তারই মাঝে ৮ মার্চের রাতের ঘটনা খোলসা করেন অভিনেতার ম্যনেজার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সতীশের ম্যানেজার সন্তোষ মর্মান্তিক ঘটনার কথা জানান।
advertisement
হাসপাতালে যাওয়ার সময়ে গাড়িতে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল সতীশের। সন্তোষের কাঁধে মাথা রাখেন সতীশ। অভিনেতার বাঁচার তাগিদ এতটাই ছিল যে বারবার চালককে বলেন, ‘হাসপাতালে নিয়ে চলো আমায়।’ হোলির কারণে রাস্তা ফাঁকা ছিল বলে মাত্র ৮ মিনিটে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ততক্ষণে সতীশ জ্ঞান হারিয়ে ফেলেছেন।
advertisement
ম্যানেজারের কাঁধে মাথায় রেখে সতীশ বলেন, ‘‘সন্তোষ আমি মরতে চাই না। আমাকে বাঁচাও। আমি বংশিকার (কন্যা) জন্য বাঁচতে চাই। কিন্তু মনে হচ্ছে বাঁচব না। শশী (স্ত্রী) আর বংশিকার খেয়াল রেখো।’’ সন্তোষ বুঝতেও পারেননি কখন শেষ নিশ্বাস ত্যাগ করেন সতীশ। কিন্তু তিনি টের পান, অভিনেতা আর সাড়া দিচ্ছেন না। তিনি অনেকবার ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করেছেন। কিন্তু সাড়া পাননি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 2:17 PM IST