Saswata Chatterjee : ‘‘তুমি আছো অস্তিত্ব জুড়ে...বাপি’’, প্রয়াণবার্ষিকীতে শুভেন্দুকে স্মরণ শাশ্বতর

Last Updated:

মন ছুঁয়ে যাওয়া ছোট্ট বক্তব্যে প্রয়াণদিবসে শুভেন্দু চট্টোপাধ্যায়কে (Suvendu Chatterjee) সোমবার স্মরণ করলেন শাশ্বত (Saswata Chatterjee) ৷

কলকাতা : মন ছুঁয়ে যাওয়া ছোট্ট বক্তব্যে প্রয়াণদিবসে শুভেন্দু চট্টোপাধ্যায়কে (Suvendu Chatterjee) সোমবার স্মরণ করলেন শাশ্বত (Saswata Chatterjee) ৷ ‘‘তুমি আছো অস্তিস্ব জুড়ে...বাপি’’—ক্যাপশনের সঙ্গে শেয়ার করেছেন প্রয়াত অভিনেতার হাস্যোজ্বল সাদাকালো একটি ছবি ৷ ছবি দেখে বোঝাই যাচ্ছে কাজ উপলক্ষে সে সময় আকাশবাণীতে শুভেন্দু ৷
শুভেন্দুর ১৪ তম প্রয়াণবার্ষিকীতে শাশ্বতর পোস্টে স্মৃতিমেদুর হয়ে পড়েছেন নেটিজেনরা ৷ স্মরণ করেছেন শুভেন্দুর অভিনয়প্রতিভা ও ব্যক্তিত্বকে ৷ তাঁর স্নিগ্ধ উপস্থিতি, ছোট ছোট সংলাপ কেটে কেটে বলার কায়দা সবই ভেসে এসেছে নেটিজেনদের স্মরণিকায় ৷
advertisement
উত্তমকুমার, সৌমিত্র, বিশ্বজিতের স্বর্ণালী সময়েই নিজের বৃত্ত উজ্জ্বল করেছিলেন শুভেন্দু ৷ অভিনয়ের টানে ডাক্তারির মতো পেশাও চলে গিয়েছিল অনেকটা দূরে ৷ ১৯৬০ সালে এমবিবিএস সম্পূ্র্ণ করার পরে চাকরি করতেন কলকাতা পুরসভায় ৷ পাশাপাশি চলত মঞ্চাভিনয়ও৷ আইপিটিএ-এর অন্যতম মুখ শুভেন্দুর অভিনয় প্রভাবিত হয়েছিল জ্ঞানেশ মুখোপাধ্যায়ের ছায়ায় ৷
advertisement
ছবিতে প্রথম পদার্পণ ১৯৬৫ সালে, মৃণাল সেনের ‘আকাশকুসুম’-এ৷ প্রথম ছবিতেই সহ-নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ মহানায়কের সঙ্গে প্রথম স্ক্রিনশেয়ার সত্যজিৎ রায়ের ‘চিড়িয়াখানা’-য়৷ এর পর একে একে তাঁর নামের পাশে যোগ হয়েছে ‘অরণ্যের দিনরাত্রি’, ‘চৌরঙ্গি’, ‘আরোগ্য নিকেতন’, ‘নায়িকার ভূমিকায়’, ‘অনিন্দিতা’, ‘এখনই’, ‘ছদ্মবেশী’, ‘অমৃতকুম্ভের সন্ধানে’, ‘গণশত্রু’, ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট’, ‘প্রথম কদম ফুল’ এবং ‘কুহেলী’৷
advertisement
পরবর্তী প্রজন্মের পরিচালকদের সঙ্গেও তাঁর কাজ স্মরণীয় ৷ ‘লাল দরজা’, ‘মনের মানুষ’, ‘দহন’, ‘দেশ’, ‘আবার অরণ্যে’-তাঁর শিরোপা বর্ণময় রঙিন পালকে ৷ নায়কোচিত হয়েও অনায়াস গতি হতে পারে চরিত্রাভিনয়ে, তার সমার্থক ছিলেন শুভেন্দু৷ সেলুলয়েডের ব্যস্ততাতেও ভুলে যাননি মঞ্চকে ৷ বহু নাটকে তাঁর অভিনয় সমৃদ্ধ করেছে বাংলা থিয়েটারকে ৷
শাশ্বত একবার বলেছিলেন, শুভেন্দু তাঁকে কোনওদিন অভিনেতা হওয়ার জন্য বলেননি৷ আবার নিরুৎসাহীও করেননি ৷ অভিনেতার ছেলে হওয়ার জন্য বিশেষ সুবিধা, সেই ধারণার বিরোধী ছিলেন ‘চৌরঙ্গি’-র নায়ক ৷ তাই শুভেন্দুতনয়কে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে হয়েছে প্রতিভা ও স্বকীয়তার জোরেই ৷ সত্তা জুড়ে বিরাজ করে থাকা ‘বাপি’-কে শাশ্বত প্রতি মুহূর্তেই শ্রদ্ধার্ঘ্য দেন, তাঁর নিজের অভিনয়ের মাধ্যমে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saswata Chatterjee : ‘‘তুমি আছো অস্তিত্ব জুড়ে...বাপি’’, প্রয়াণবার্ষিকীতে শুভেন্দুকে স্মরণ শাশ্বতর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement