Bollywood Gossip: প্রেম করছেন সারা? নীরবতা ভেঙে সত্যিটা সামনে আনলেন চর্চিত ‘প্রেমিক’ নিজেই! কে সে?

Last Updated:

আসলে এই দুই তারকাই আলাদা আলাদা ভাবে রাজস্থান ভ্রমণের পোস্ট দিয়েছিলেন। সেখান থেকেই শুরু হয়ে যায় দু’জনের প্রেমের গুঞ্জন। 

প্রেম করছেন সারা?
প্রেম করছেন সারা?
আবারও চর্চার শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী সারা আলি খানের ব্যক্তিগত জীবন। কারণ সম্প্রতি অভিনেতা-মডেল অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে কেদারনাথে দেখা গেল অভিনেত্রীকে। আসলে এই দুই তারকাই আলাদা আলাদা ভাবে রাজস্থান ভ্রমণের পোস্ট দিয়েছিলেন। সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার করেন নেটিজেনরা। আর শুরু হয়ে যায় দু’জনের প্রেমের গুঞ্জন।
টিম বরিন্দর চাওলার সঙ্গে একটি সাক্ষাৎকারে অর্জুন অবশ্য বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। এই সম্পর্কের জল্পনা নস্যাৎ করে দিয়ে তিনি সাফ জানিয়েছেন যে, বিষয়টা একেবারেই ভিত্তিহীন। আর নিজের পেশাগত কেরিয়ারকে অতিক্রম করে তিনি এই ধরনের গুজব দ্বারা প্রভাবিত হন না। অর্জুনের কথায়, “তাই মানুষ যা লিখতে চাই, সেটাই লিখবে। তাঁরা তো তাঁদের কাজ করছেন। আমি শুধু নিজের উপরেই মনোনিবেশ করি। আর আমায় কী করতে হবে, সেটাই সব সময় দেখি। এই সমস্ত গুজব আমায় প্রভাবিত করতে পারে না।”
advertisement
advertisement
২০২৪ সালের অক্টোবর মাসে সারা আর অর্জুনের সম্পর্কের জল্পনা ছড়িয়ে পড়েছিল। আসলে সারা কেদারনাথ যেতে ভীষণই ভালবাসেন। কিন্তু সেবার তাঁর সঙ্গী হয়েছিলেন অর্জুনও। দু’জনকে কেদারনাথে আশীর্বাদ নিতে দেখা যায়। এরপর আবার ডিসেম্বরে তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেন ভক্তরা। তখনই জল্পনা ছড়িয়ে পড়ে যে, রাজস্থানে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তাঁরা।
advertisement
অর্জুন প্রতাপ বাজওয়া বর্তমানে সকলের মনোযোগ আকর্ষণ করছেন। মডেল হিসেবে কাজ করছেন। এমনকী ‘ব্যান্ড অফ মহারাজা’-য় তাঁর চরিত্রটির জন্যও ব্যাপক খ্যাতি লাভ করেছেন। প্রসঙ্গত বলে রাখা ভাল যে, রাজনীতিবিদ ফতেহ জঙ্গ সিং বাজওয়ার পুত্র অর্জুন। অভিনয়ের পাশাপাশি এমএমএ ফাইটারও তিনি। এমনকী ‘সিং ইজ ব্লিঙ্গ’-এর মতো ছবিতে তিনি অ্যাসিস্টও করেছেন।
অন্যদিকে সারা আলি খান নিজের আসন্ন ছবি ‘স্কাই ফোর্স’ নিয়ে ব্যস্ত। অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়ার সঙ্গে এই ছবিতে দেখা যাবে তাঁকে। অ্যাকশনে ঠাসা এই ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক অনিল কাপুর। এর পাশাপাশি ‘মেট্রো ইন দিনো’ ছবির জন্যও প্রস্তুত তিনি। ফলে বলিউডে এভাবেই নিজের স্থান পাকা করতে আরও পরিশ্রম করছেন সারা।
advertisement
তবে সারা আর অর্জুনের সম্পর্ক নিয়ে ভক্তরা যা-ই জল্পনা করুন না কেন, সেদিকে অবশ্য পাত্তা দিচ্ছেন না দুই তারকাই। বরং নিজেদের কেরিয়ারের দিকে মনোনিবেশ করছেন সারা এবং অর্জুন।
Keywords:
Original Link: https://www.news18.com/movies/sara-ali-khans-rumoured-bf-arjun-bajwa-breaks-silence-on-their-dating-rumours-whatever-people-9199759.html
Written by: Upasana
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: প্রেম করছেন সারা? নীরবতা ভেঙে সত্যিটা সামনে আনলেন চর্চিত ‘প্রেমিক’ নিজেই! কে সে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement