Home /News /entertainment /
বিমানবন্দরে কার্তিককে হঠাৎ জড়িয়ে ধরলেন সারা ! ভিডিও ভাইরাল

বিমানবন্দরে কার্তিককে হঠাৎ জড়িয়ে ধরলেন সারা ! ভিডিও ভাইরাল

ইন্টারনেটে ভাইরাল হয়েছে নতুন এক ভিডিও যেখানে দেখা গিয়েছে সোহা ও কার্তিককে

 • Share this:

  #মুম্বই: প্রেমে একেবারে হাবুডুবু অবস্থা কার্তিক আরিয়ান ও সারা আলি খানের ৷ আর তাই তো ইমিতিয়াজ আলির নতুন ছবিতে জুটি বাঁধার পর থেকেই প্রেম যেন রোজ রোজ বাড়ছে ৷ আর সেই প্রেম হিমাচল প্রদেশ থেকে সোজা আরব সাগরের পাড়ে ৷

  বলিউডের গুঞ্জন অনুযায়ী, সিনেমার শ্যুটিং ছাড়াও মুম্বইয়ের নানা জায়গায় দেখা গিয়েছে সারা আলি খান ও কার্তিক আরিয়ানকে ৷ কখনও রেস্তোরাঁয়, কখনও কফি শফেও আড্ডা দিতে দেখা গিয়েছে এই নায়ক-নায়িকাকে ৷

  সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে নতুন এক ভিডিও যেখানে দেখা গিয়েছে সারা ও কার্তিককে ৷ ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বই বিমানবন্দরে সারাকে ছাড়তে এসেছেন কার্তিক ৷ আর বিমানবন্দরে ঠিক ঢোকার সময় কার্তিককে হঠাৎ জড়িয়ে ধরলেন সারা আলি খান ! আর সেই ছবিই পাপারাৎজিদের হাতে পড়ে এখন ভাইরাল ৷

  দেখুন সেই ভাইরাল ভিডিও--

  First published:

  Tags: Bollywood, Imtiaz Ali, Kartik Ariyan, Sara Ali Khan, Viral Video

  পরবর্তী খবর