#মুম্বই: হ্যাঁ, ঠিকই পড়েছেন সইফ কন্যা সারা আলি খান এখন কার্তিকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ! আর অন্যদিকে কাতির্কও কিন্তু সারা প্রেমে চড়াই-উতরাই করছে হিমাচলের কোলে ৷
আসুন ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ সারা ও কার্তিককে জুটি বানিয়ে এবার ছবি তৈরি করে ফেলেছেন পরিচালক ইমতিয়াজ আলি ৷ ছবিতে এ দু’জন ছাড়াও রয়েছেন রণদীপ হুডা ৷ আর এই ছবির শ্যুটিংয়ে হিমাচলের পাহাড়কে সাক্ষী করে প্রেম করছেন সারা ও কার্তিক ৷
Kartik Aaryan, Sara Ali Khan and Randeep Hooda... Imtiaz Ali completes filming of his new film [not titled yet] in #HimachalPradesh today... The crew shot for 66 days in #Delhi, #Udaipur, #Mumbai and #HimachalPradesh... 14 Feb 2020 release. pic.twitter.com/sgq1wSCQJ8
— taran adarsh (@taran_adarsh) July 1, 2019
করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ এসে সারা স্পষ্টই জানিয়ে ছিলেন কার্তিকে তাঁর পছন্দের কথা৷ সেই কথাকে অক্ষর অক্ষরে যেন পালন করলেন ইমতিয়াজ আলি ৷ তবে শুধু ইমতিয়াজ নয়, কার্তিক ও সারাকে প্রথমবার সামনা-সামনি নিয়ে এসেছিলেন রণবীর সিংই ৷ তাই তো সারার ছবির শ্যুটিং স্টিল ইনস্টাগ্রামে শেয়ার হতেই, রণবীর সিং মন্তব্য করে বসলেন, ‘ভুলে যেও না, কারা তোমাদের প্রথম দেখা করিয়ে ছিল !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Himachal Pradesh, Imtiaz Ali, Kartik Aaryan, Sara Ali Khan