হিমাচলে কার্তিকের প্রেমে মজলেন সারা, তা দেখে রণবীর কী লিখলেন দেখুন!
Last Updated:
#মুম্বই: হ্যাঁ, ঠিকই পড়েছেন সইফ কন্যা সারা আলি খান এখন কার্তিকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ! আর অন্যদিকে কাতির্কও কিন্তু সারা প্রেমে চড়াই-উতরাই করছে হিমাচলের কোলে ৷
আসুন ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ সারা ও কার্তিককে জুটি বানিয়ে এবার ছবি তৈরি করে ফেলেছেন পরিচালক ইমতিয়াজ আলি ৷ ছবিতে এ দু’জন ছাড়াও রয়েছেন রণদীপ হুডা ৷ আর এই ছবির শ্যুটিংয়ে হিমাচলের পাহাড়কে সাক্ষী করে প্রেম করছেন সারা ও কার্তিক ৷
Kartik Aaryan, Sara Ali Khan and Randeep Hooda... Imtiaz Ali completes filming of his new film [not titled yet] in #HimachalPradesh today... The crew shot for 66 days in #Delhi, #Udaipur, #Mumbai and #HimachalPradesh... 14 Feb 2020 release. pic.twitter.com/sgq1wSCQJ8
— taran adarsh (@taran_adarsh) July 1, 2019
advertisement
advertisement
করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ এসে সারা স্পষ্টই জানিয়ে ছিলেন কার্তিকে তাঁর পছন্দের কথা৷ সেই কথাকে অক্ষর অক্ষরে যেন পালন করলেন ইমতিয়াজ আলি ৷ তবে শুধু ইমতিয়াজ নয়, কার্তিক ও সারাকে প্রথমবার সামনা-সামনি নিয়ে এসেছিলেন রণবীর সিংই ৷ তাই তো সারার ছবির শ্যুটিং স্টিল ইনস্টাগ্রামে শেয়ার হতেই, রণবীর সিং মন্তব্য করে বসলেন, ‘ভুলে যেও না, কারা তোমাদের প্রথম দেখা করিয়ে ছিল !’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2019 1:20 PM IST