#চণ্ডীগড়: তিনি স্বপ্না চৌধুরি৷ বিখ্যাত ডান্সার৷ স্টেজই তার জগৎ৷ স্টেজেই তিনি মাতোয়ারা করেন দর্শকদের৷ তিনি স্টেজে উঠলেই লাখো মানুষ ভিড় জমান৷ উত্তর ভারতের ট্র্যাডিশন অনুযায়ী প্রচুর টাকাও ওড়ানো হয় স্বপ্না স্টেজে নাচতে উঠলেই৷ আর তাই তিনি এতটা জনপ্রিয়! এতটাই জনপ্রিয় যে ভোট বাজারেও তিনি সুপারহট! তিনি রাজনীতিতে আসছেন সে খবরও উঠে আসে শিরোনামে৷
তবে আপাতত স্বপ্না চৌধুরির নাচের প্রসঙ্গে ফেরা যাক৷ যেই গানটিতে নেচে তিনি এতটা বিখ্যাত হন, সেটি হচ্ছে তেরি আঁখো কা ইয়ে কাজল৷ এই গানের সঙ্গে তার নাচের ভিডিওটি আজও যথেষ্ট জনপ্রিয়৷ ভিডিওটি দেখেছেন ৪২ কোটি মানুষ৷ এবং দিন-দিন এই ভিডিও লাইকের সংখ্যা বাড়ছে৷
আরও পড়ুন টাইগারের বেডরুমে আলিয়ার পোল ডান্স ! ভিডিও ভাইরাল
এই ভিডিওটি দেখলে বুঝবেন স্বপ্নার ক্যারিশমা৷ দর্শক টানতে শরীর দেখানোর প্রয়োজন হয় না তার৷ আপাদমস্তক ভারতীয় পোশাকেই দারুণ তার ডান্স স্টেপ৷ আর তাতেই ঘায়েল দর্শক!আপনিও দেখুন ভিডিওটি তাহলেই বুঝবেন...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sapna Choudhary, স্বপ্না চৌধুরি