Sampurna : বন্ধুর সঙ্গে গোসাবায় ইয়াস-দুর্গতদের ত্রাণ বিলি অভিনেত্রীর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
সামাজিক মাধ্যমে নিজের কাজের কথা শেয়ারও করেছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী ৷ বন্ধুর সঙ্গে তিনি পৌঁছন ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকায় ৷
কলকাতা : ইয়াস-দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগে এ বার সামিল সম্পূর্ণা লাহিড়ী ৷ সামাজিক মাধ্যমে নিজের কাজের কথা শেয়ারও করেছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী ৷ বন্ধুর সঙ্গে তিনি পৌঁছন ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকায় ৷
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘গত দু'বছর ধরে আমরা এক ভয়াবহ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবন ও জীবিকা নির্বাহ করছি । করোনার প্রকোপের সাথে, গত কয়েকদিন আগে ঘটে যাওয়া 'ইয়াস' ঝড়ের তান্ডবে ভিটেমাটি ছাড়া হয়েছেন বহু মানুষ ।’ এই কঠিন পরিস্থিতিতে তিনি এবং তাঁর বন্ধু অভিষেক সিদ্ধান্ত নিয়েছেন সামর্থ্য আনুযায়ী দুর্গতদের জন্য কিছু করার৷
advertisement
advertisement
পরিকল্পনামতো গোসাবায় গিয়ে আর্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন সম্পূর্ণা ৷ এই উদ্যোগে তাঁদের উদ্যোগে যাঁরা সামিল হয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন সম্পূর্ণা ৷ তাঁদের সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল হত না, ফেসবুকে লিখেছেন সম্পূর্ণা ৷ তাঁর কথায়, ‘প্রত্যেকটি মানুষের সহযোগিতা ও সাহায্য নিয়ে আমরা গোসাবায় যাই, এবং সেখানের প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের হাতে যৎসামান্য কিছু ত্রাণ সামগ্রী তুলে দিই।’
advertisement
সম্পূর্ণার প্রথম ছবি ‘গোড়ায় গণ্ডগোল’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে ৷ সে বছর আরও দু’টি ছবি ‘অ্যাকসিডেন্ট’ এবং ‘পাঁচ অধ্যায়’-এ তিনি নজর কাড়েন দর্শকদের ৷ তাঁর ফিল্মোগ্রাফিতে আছে ‘ব্যোমকেশ ফিরে এল’, ‘দুর্গা সহায়’, ‘শঙ্কর মুদি’-র মতো ছবিও ৷
ছোটপর্দাতেও সম্পূর্ণা জনপ্রিয় ৷ সম্প্রতি কাজ করেছেন ওয়েব সিরিজেও ৷ সামাজিক মাধ্যমে অভিনেত্রী নেটিজেনদের কাছে আর্জি জানিয়েছেন কোভিডত্রাণে তাঁর প্রয়াসে সামিল হওয়ার জন্য ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2021 8:25 PM IST