#মুম্বই: ট্রোল হওয়াটাই এখন ট্রেন্ডিং করে ফেলেছে বিনোদনদুনিয়া ৷ তবে আজকাল আর ট্রোলারদের তেমন পাত্তা দেননা নায়ক-নায়িকারা ৷ শুধু তাই নয়, প্রয়োজনে ট্রোলারদের এক হাত নিতেও ছাড়েন না তাঁরা ৷সম্প্রতি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ট্রোলড হয়েছেন সোশ্যাল মিডিয়ায় ৷ অনেকে তাঁকে ‘প্রেগন্যান্ট’ বলে মন্তব্য করেছেন ৷ কুরুচিকর মন্তব্যও ছুঁড়ে দিয়েছেন কেউ কেউ ৷ সম্প্রতি করিনা কাপুর খানকেও কেউ কেউ ‘আন্টি’ বলে কটাক্ষ করেন ৷এবার ট্রোলড হতে হল অভিনেত্রী সমীরা রেড্ডিকে ৷ এক সন্তানের মা ও অন্তঃসত্ত্বা সমীরার ফিগার নিয়ে এদিন কটাক্ষ করা হয় ৷ এরপরেই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন ‘দে দানা দান’, ‘রেস’, ‘নো এন্ট্রি’-খ্যাত সমীরা ৷ সদ্যই বেবি বাম্প নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি ৷ সেখানে নেটিজেনরা তাঁর বডি শেমিং করতে শুরু করে দেন ৷২০১৩ সালে শিল্পপতি আকশাই ভার্দেকে বিয়ে করেছিলেন সমীরা ৷ ২০১৫-তে প্রথম মা হন সমীরা ৷ ছেলের তিন বছরের মাথায় ফের অন্তঃসত্ত্বা সমীরা ৷
ট্রোলারদের মুখের উপর সমীরা বলেন, ‘করিনা কাপুরের মতো কিছু মানুষ আছেন যাঁরা আপাদমস্তক হট, আবার আমার মতো কেউ কেউ আছে যাঁরা শেপে আসতে সময় নেন ৷’’ এখানেই থেমে থাকেননি সমীরা ৷ বলেন, ‘‘মহিলাদের বডি শেমিং করা মারাত্মক লজ্জাজনক বিষয় ৷ প্রেগন্যান্সি একটা সাধারণ প্রক্রিয়া ৷ আর এটা দারুণ ৷ আমার প্রথম বেবির পর ওজন কমাতে আমার সময় লেগেছে ৷ দ্বিতীয় বেবির পরও হয়তো নেবে ৷ কিন্তু সবচেয়ে বড় কথা হল এ সময় নিজেকে ভাল রাখা ৷’’এরপর নেটিজেনদের কাছে সরাসরি প্রশ্ন ছুঁড়ে সমীরা বলেন, ‘‘ট্রোলার আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনার মম কি হট ছিলেন, যখন আপনার জন্ম হয়েছিল? আপনারা বলুন তো, ঠিক কী চান আপনারা ? আমার মনে হয়, আমার সুপারপাওয়ার আছে, সে জন্যই বেবির জন্ম দিতে পারি আমরা ৷’’
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।