Samantha Ruth Prabhu In Hospital: ফের হাসপাতালে ভর্তি সামান্থা রুথ! চলছে স্যালাইন, নায়িকার অসুস্থতার খবরে চিন্তায় অনুরাগীরা

Last Updated:

Samantha Ruth Prabhu In Hospital: সামান্থা বেশ কয়েক দিন আগেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন। নিজের পেশার বদলে এই মুহূর্তে স্বাস্থ্যের প্রতি নজর দিতে চান বলেই জানিয়েছেন। বন্ধুদের সঙ্গে ভ্রমণে যাওয়া, ধ্যানে মগ্ন হওয়া, ইত্যাদিতেই ব্যস্ত অভিনেত্রী।

হাসপাতালে ভর্তি সামান্থা রুথ প্রভু
হাসপাতালে ভর্তি সামান্থা রুথ প্রভু
হায়দরাবাদ: হাসপাতালে ভর্তি সামান্থা রুথ প্রভু। খবর দিলেন খোদ ‘ফ্যামিলি ম্যান ২’- এর অভিনেত্রী। দক্ষিণী তারকার নতুন পোস্ট দেখে দুশ্চিন্তায় ভুগছেন অনুরাগীরা। দেখা যাচ্ছে, হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। হাতে চলছে স্যালাইন। কোলে রয়েছে একটি ট্যাব। ওষুধ খেয়ে কোন কোন রোগমুক্তি ঘটেছে, ছবি পোস্ট করে সে বিষয়ে সামান্থা বিস্তারিত জানিয়েছেন।
সামান্থা বেশ কয়েক দিন আগেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন। নিজের পেশার বদলে এই মুহূর্তে স্বাস্থ্যের প্রতি নজর দিতে চান বলেই জানিয়েছেন। বন্ধুদের সঙ্গে ভ্রমণে যাওয়া, ধ্যানে মগ্ন হওয়া, ইত্যাদিতেই ব্যস্ত অভিনেত্রী।
advertisement
advertisement
প্রায় এক বছর আগে প্রথমবার জানিয়েছিলেন নিজের স্বাস্থ্য সম্পর্কে তথ্য দিয়েছিলেন। মায়োসাইটিস নামে এক বিরল অটো ইমিউন রোগে ভুগছেন সামান্থা৷ এই রোগের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি আক্রমণ করে মাসল বা পেশিকে৷ একাধিক কারণে এই রোগ হতে পারে, এর ফলে পেশিতে অনেক সময় তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়৷ এর প্রধান উপসর্গ, পেশিতে যন্ত্রণা ও দুর্বলতা৷
advertisement
আপাতত সেই বিরল রোগ থেকে মুক্তির জন্যই সবরকম চিকিৎসার সাহায্য নিচ্ছেন সামান্থা। সেই রোগের চিকিৎসার জন্যই সম্ভবত হাসপাতালে ভর্তি হয়েছেন নায়িকা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Samantha Ruth Prabhu In Hospital: ফের হাসপাতালে ভর্তি সামান্থা রুথ! চলছে স্যালাইন, নায়িকার অসুস্থতার খবরে চিন্তায় অনুরাগীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement