শাহরুখের নতুন ছবির মুক্তির দিন ঠিক করে দিলেন সলমন !

Last Updated:

এতদিন শোনা যেত বলিউডে শাহরুখ-সলমনের শত্রুতা থেকে আর বড় কিছু নেই ৷ এমনকী, বলিউডে অনেকেই স্পেকুলেশন করে

#মুম্বই: এতদিন শোনা যেত বলিউডে শাহরুখ-সলমনের শত্রুতা থেকে আর বড় কিছু নেই ৷ এমনকী, বলিউডে অনেকেই স্পেকুলেশন করে দিয়েছিল, শাহরুখ-সলমন কখনই ফের বন্ধু হতে পারবেন না ৷ কিন্তু দেখুন সব্বাইকে বুড়ো আঙুল দেখিয়ে, রোজ রোজ সলমন-শাহরুখের বন্ধুত্বের উত্তাপ বেড়েই চলছে ৷ আর বন্ধুত্ব এমন জোরদার যে শাহরুখের নতুন ছবি কবে রিলিজ করবে, তাও ঠিক করে দিচ্ছেন সলমন !
সম্প্রতি সলমনের গ্যালাক্সিতে পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখ খান ৷ পার্টি করেছেন ভোর ৪ টে অবধি ৷ সলমনের সঙ্গে আড্ডাও দিয়েছেন প্রচুর৷
advertisement
advertisement
অন্যদিকে সলমন, শাহরুখকে একেবারে নতুন কায়দায় শুভেচ্ছা জানালেন, ইমতিয়াজ আলির নতুন ছবি ‘রিং’-এর পোস্টার শেয়ার করে, সলমন লিখলেন, ‘রিলিজের তারিখ আমরা ঠিক করলাম ৷ ছবির নাম আপনারা ঠিক করুন !’
ইমতিয়াজ আলির নতুন ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে অনুষ্কা শর্মাকে ৷ সেই ছবির উত্তেজনাকে সলমন নিজেই উসকে দিলেন !
advertisement
শাহরুখের নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’ দেখে একেবারে আপ্লুত সলমন খান ৷ তাই ট্যুইটারে সেই ছবি নিয়ে শাহরুখকে শুভেচ্ছা জানাতে একটুও দেরি করেননি সলমন ৷ তবে শুভেচ্ছার কায়দাটা একেবারেই অন্যরকম ৷
সোমবার আন্তর্জাতিক ওবেসিটি ডে ৷ আর সেই দিনকেই শুভেচ্ছার জন্য বেছে নিলেন সলমন ৷ শার্ট খুলে অ্যাবস দেখিয়ে শাহরুখকে জানালেন ছবি নিয়ে শুভেচ্ছা ৷ রীতিমতো ছবিকে প্রোমোট করলেন সলমন !
advertisement
তবে একাজ সলমনের প্রথম নয়, এর আগেও শাহরুখের দিলওয়ালে ছবিকে প্রোমোট করেছিলেন সলমন ! এবারও বন্ধুর জন্য এগিয়ে এলেন বলিউডের সুলতান ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখের নতুন ছবির মুক্তির দিন ঠিক করে দিলেন সলমন !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement